Bangla24x7 Desk : বেলগাছিয়ায় মিঠুনকে ‘চোর’ স্লোগান – ‘আর রাজনীতির কথা বলব না’ , প্রতিক্রিয়া মহাগুরুর। একদম সকাল-সকাল ভোটের লাইনে দাঁড়াতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। হঠাৎ করেই তাঁকে ঘিরে তৃণমূলের কয়েকজন ‘চোর’ স্লোগান দেওয়া শুরু করেন। পাল্টা যদিও প্রতিক্রিয়া দেননি অভিনেতা। পরে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেন তিনি। প্রসঙ্গত, প্রার্থী ঘোষণার পর থেকে কার্যত বঙ্গে পড়ে রয়েছেন মিঠুন চক্রবর্তী। উত্তর থেকে দক্ষিণে প্রচার করতে দেখা দিয়েছে তাঁকে। নিজের সিনেমার ডায়লগ দিয়ে মঞ্চ কাঁপানোর পাশাপাশি দুর্নীতি ইস্যুতে বিঁধেছেন তৃণমূলকে। এক সময় তাঁর বামপন্থায় বিশ্বাস ছিল। তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। এখন তিনি গেরুয়া শিবিরের সৈনিক। চরম গরমেও বিজেপির হয়ে ভোটের প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার রাজনীতি থেকে যে তাঁর মন উঠে গিয়েছে, তার ইঙ্গিত পাওয়া গেল মিঠুনের আজকের বক্তব্যে।

তবে মিঠুন যেখানে, চমক সেখানে।  ভোট দিয়ে বেরিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিলেন অভিনেতা। মিঠুন বললেন, “আমি কোনও সময়ে দু’টো কাজ একসঙ্গে করি না। আমার পার্টির অর্ডার ছিল ৩০ তারিখ পর্যন্ত। আজ থেকে আমি আমার পেশায় ঢুকছি। শুধু সিনেমার কথা বলব আর রাজনীতির কথা বলব না।” এ প্রসঙ্গে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে চলে গেলেই ভাল হত। বাংলাতে যারা আসেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে আসুন। তাহলে তাঁরা মন্তব্য করতে পারবেন। ঠিকভাবে এবং ভাষণে ও ভালভাবে মানুষের মন স্পর্শ করতে পারবেন। আনাড়ির মত মমতাকে গালাগাল দিলাম উল্টো পাল্টা বললাম,তাতে মানুষের সমর্থন পাওয়া যাবে না।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *