Bangla24x7 Desk : এবার মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তিনি দাবি করলেন, মহাগুরু নাকি যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। পালটা দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
গত কয়েকদিন ধরেই চর্চায় তারকা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কখনও শাসক দলের তরফে তাঁকে নিশানা করা হয়েছে। পালটা দিতে ছাড়েননি তিনি। দাবি করেছেন, তৃণমূলের ২১ জন নেতা যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার ফিরহাদ হাকিম বলেন, “ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যায় তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। মিঠুনদা নিজে তৃণমূলের সঙ্গে অশান্তি চান না। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন।” ফিরহাদ হাকিমের এই দাবি ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে একটা চাপা অশান্তি তৈরি হয়েছিল মিঠুন চক্রবর্তীর। প্রজাপতি প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন কুণাল। পালটা তৃণমূল নেতাকে এলিতেলি, গঙ্গারাম বলে তোপ দেগেছিলেন মহাগুরু। যতই হোক , বঙ্গ রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তীর একাধিকবার দলবদল করার রেকর্ড রয়েছে। বিজেপিকে পঞ্চায়েতে জেতালে পাকা বাড়ি করে দেওয়ার ‘দায়িত্ব’ নেওয়া মিঠুন কি আবার দলবদলের কথা ভাবছেন ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তাঁর কাছে কী প্রমাণ আছে ? যা খুশি বলে প্রাসঙ্গিক থাকতে চাইছেন উনি (ফিরহাদ)।’’
ফিরহাদের এই মন্তব্যের পালটা দিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করতে অথবা সংবাদমাধ্যমে একটা বিতর্ক তৈরি করতে এসব বলছেন। গ্রহণযোগ্যতা নেই এর। মিঠুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা। তাঁর গ্রহণযোগ্যতা, অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। উনি বিজেপিতে যোগদান করেছেন, দলের কথা বলবেন। ওনার সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছেন সেটাকে ফিরহাদ হাকিম যেভাবে ব্যাখ্যা করছেন সেটা ঠিক নয়। সত্যিটা মানুষ বুঝবে।”