Bangla24x7 Desk : মোদি সরকারের নিশানায় বিবিসি ? মঙ্গলবার দুপুরে বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দিল আয়কর দপ্তর। আচমকা এই অভিযানের কারণ এখনও স্পষ্ট নয়। বাজেয়াপ্ত করা হয়েছে কর্মীদের মোবাইল ফোন। প্রথমে মনে করা হয়েছিল, শুধুমাত্র বিবিসির দিল্লির অফিসেই হানা দিয়েছে আয়কর দপ্তর। পরে জানা যায়, মুম্বইয়ের অফিসে ঢুকে সমীক্ষা চালাচ্ছে তারা। সূত্রের খবর, বিবিসির দুই অফিসে হানা দিয়েই কর্মীদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়। তাপরই তাঁদের বাড়ি চলে যেতে বলেন আয়কর দপ্তরের আধিকারিকরা।

এরই মধ্যে অবশ্য বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে মোদির পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনের রাজনীতিবিদ বব ব্ল্যাকম্যান। ব্রিটেনের কনজারভেটিভ এমপি বলেন, মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র ‘পুরোপুরি অতিরঞ্জিত’। নিজেদের মতামতই ব্যক্ত করেছে বিবিসি। এটি কোনওভাবেই ব্রিটিশ সরকারের মতকে উপস্থাপন করে না। তথ্যচিত্রটি অনৈতিক ভাবে বানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে সম্প্রতি তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। যেখানে মোদির উগ্র হিন্দুত্ববাদ ও গোধরা দাঙ্গার বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। এহেন তথ্যচিত্র তীব্র বিরোধিতা করে কেনদ্র। ভারতের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সেই তথ্যচিত্র সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী ভারতে বিবিসির সম্প্রচার বন্ধের আবেদন করে আদালতে জনস্বার্থ মামলাও করা হয়েছিল। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। সেই বিতর্কের মাঝেই বিবিসির অফিসে হানা দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *