Mohammed Shami : রণজিতেই কামব্যাক সামির! দেশের জার্সিতে কবে ?

Bangla24x7 Desk : Mohammed Shami : রণজিতেই কামব্যাক শামির ! দেশের জার্সিতে কবে ? মধ্যপ্রদেশের বিরুদ্ধে ফুল মার্কসের লক্ষ্যে ঝাঁপাবে বাংলা। সামি টিমে আসায় বাংলা যে শক্তিশালী হল, তা বলাই যায়। পেস বোলিং বিভাগে ভরসা দেবেন তিনি। এই মুহূর্তে এলিট গ্রুপ-সি-এর পাঁচে বাংলা। ৪ ম্যাচে পয়েন্ট ৮। কর্নাটকের বিরুদ্ধে শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে বাংলা। এ বার দেখার মধ্যপ্রদেশ ম্যাচে কী হয়। ৩৫৯ দিন পর মাঠে ফিরতে চলেছেন মহম্মদ শামি। আর সেটা বাংলার জার্সিতেই। সেই বিষয়ে নিশ্চিত করেছে সিএবি। রঞ্জি ট্রফির হাত ধরে তাঁর ২২ গজে প্রত্যাবর্তন হতে চলেছে। যা একদিকে বাংলা টিমের জন্য অ্যাডভান্টেজ। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট টিমের জন্যও সুখবর। বাংলার পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচের স্কোয়াডে রয়েছে সামির নাম। সব ঠিকঠাক থাকলে বুধবার ইন্দোরে শুরু হতে চলা বাংলা বনাম মধ্যপ্রদেশের রঞ্জি ট্রফির ম্যাচে বল হাতে মাঠে দেখা যাবে সামিকে।

দীর্ঘদিন ধরে তাঁকে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি। মহাগুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফিতেও দলে রাখা হয়নি তাঁকে। দেশের মাটিতে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। একের পর এক চোটআঘাত ধাওয়া করেছে ভারতীয় পেসারকে। প্রায়শই নিজের ইন্সটাগ্রামে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে নিজের ছবি, ভিডিয়ো শেয়ার করেছেন সামি। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন দেশের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরবেন সামি। কিন্তু সেই সময় তিনি ১০০ শতাংশ ফিট ছিলেন না। এরপর বর্ডার গাভাসকর ট্রফির জন্য যখন ভারতীয় টিম ঘোষণা হয়, সেই সময়ও সামি পুরোপুরি ফিট না থাকায় দলে সুযোগ পাননি।

Mohammed Shami : রণজিতেই কামব্যাক সামির! দেশের জার্সিতে কবে ?

Read More : Abhishek Murshidabad : ক্যানসার আক্রান্তের পাশে দাঁড়ালেন ‘মানবিক’ অভিষেক

সামি যদি নিজেকে রঞ্জি ম্যাচে পুরো ফিট প্রমাণ করতে পারেন এবং ভালো পারফর্ম করেন, তা হলে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে তাঁকে ভারতীয় টিমে ফের দেখা যেতে পারে। এর উত্তর অবশ্য সময় দেবে। গত বছরের নভেম্বরে আমেদাবাদে ওডিআই বিশ্বকাপ ফাইনালে শেষবার অ্যাকশনে দেখা গিয়েছিল সামিকে। তারপর অস্ত্রোপচার হয় তাঁর। শুরু হয় রিহ্যাব। মাঝে জানা যায়, রিহ্যাব পর্বে ফের চোট পান তিনি। মাঠে ফেরার জন্য কড়া পরিশ্রম করেন তিনি। ইনদোরে সবুজ উইকেটে বাংলার পরীক্ষা নেবে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশ দীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পোড়েলও। এমন অবস্থায় শামিকে পেলে অনেকটাই শক্তি বাড়বে বাংলার। একই সঙ্গে খেলতে পারেন শামির ভাই মহম্মদ কইফও। দুই ভাইকে একসঙ্গে খেলাতে পারে বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *