Bangla24x7 Desk : গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের দরজা খুলেছে সাদা-কালোর। বহু যুগ বাদে দেশের শীর্ষ লিগে একসঙ্গে কলকাতার তিন প্রধানকে খেলতে দেখা যাবে। প্রথম বার দেশের সেরা লিগে পা রেখেই নিজেদের জাত চেনাতে তৈরি সাদা-কালো ব্রিগেড। মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ নিজেও আশাবাদী দলের উপরে। বঙ্গতনয় সামাদ আলি মল্লিক মুখিয়ে আছেন আইএসএল খেলতে। তিনি বললেন,’আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। আই লিগ ও আইএসএল আলাদা টূর্নামেন্ট। কোচ যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। আশা করছি ভালো কিছু করতে পারব।’ বুধবার দুপুরে রাজারহাটের ধারে এক হোটেলে আইএসএল মিডিয়া ডে উপলক্ষে লিগে অংশ নেওয়া ১৩ টি দলের মধ্যে সাতটি দল সাংবাদিক সম্মেলনে অংশ নেয়। ১৬ সেপ্টেম্বর, ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের আইএসএল অভিযান শুরু হচ্ছে।
সাদা-কালো কোচের কথায়, ‘আমি জানি আইএসএলের মান কতটা উন্নত। এটা কলকাতা লিগ বা আই-লিগ নয়। দলে আমাদের একাধিক তরুণ ফুটবলার আছে। আশা করছি ভালো করব। চ্যালেঞ্জ তো রয়েছেই। এমন সব ভারতীয় ফুটবলাররা খেলবে, যারা জাতীয় দলে নিয়মিত। এছাড়াও সব দলের বিদেশিরাও অনেক ভয়ঙ্কর।’ চলতি মরশুমের moncheআইএসএল শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। জানা গিয়েছে, বল গড়ানোর আগে মেগা ফুটবল টুর্নামেন্টের নিয়মে বেশ কয়েকটি পরিবর্তন করা হচ্ছে। ক্রিকেটে রয়েছে কনকাশন সাব। এবার ইন্ডিয়ান সুপার লিগেও চালু হচ্ছে এই নিয়ম। মাথায় আঘাত পাওয়ার জন্য কোনও ফুটবলার যদি খেলতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিবর্তে অন্য ফুটবলার নামানো যাবে। ম্যাচে প্রতিটি দল একটি কনকাশন সাবের সুবিধা পাবে।
তাছাড়াও আরও কয়েকটি নিয়মে পরিবর্তন হতে চলেছে আইএসএলে। প্রতিটি দলে একজন ভারতীয় সহকারী কোচ রাখতেই হবে। কোনও দলের প্রধান কোচ যদি দায়িত্ব ছেড়ে দেন বা তাঁকে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই ভারতীয় সহকারী কোচকেই দলের অন্তর্বর্তী কোচ করা হবে। আরও একটি নিয়ম চালু করা হবে আইএসএলে। কোনও দলের খেলোয়াড় যদি লাল কার্ড দেখেন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের দল যদি মনে করে এই লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক নয়, তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই সিদ্ধান্ত নিয়ে আবেদন করা যাবে।