Bangla24x7 Desk : আড়াই বছর পর আজ কলকাতার মাঠে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। বড় ম্যাচের আগে আবেগে ফুটছে কলকাতা তথা রাজ্যের ফুটবলপ্রেমীরা। রবিবার বিকেলে যে শহরের সব পথ মিশবে যুবভারতী স্টেডিয়ামে তা বলাইবাহুল্য। কিন্তু সকাল থেকেই আকাশের মুখভার। তবে কি কলকাতার ডার্বি মাটি করবে বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর ?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার সকালে থেকেই মূলত মেঘলা আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার ভারী বৃষ্টিতে ভেসেছে উত্তর কলকাতা। জলে অবরুদ্ধ হয়েছিল শহরের একাংশ। বৃষ্টির জেরে ডার্বির আগের প্র্যাকটিস বাতিল করতে হয় ইস্ট বেঙ্গলের ফুটবলারদের। তারপর থেকেই দু’দলের সমর্থকদের মনে চোরা আশঙ্কা। আবহাওয়ার খামখেয়ালিতে ম্যাচ বাতিল হবে না তো ? হাওয়া অফিস বলছে, তেমন কোনও আশঙ্কা আপাতত নেই। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের শহরতলি এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি কমবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।