Bangla24x7 Desk : মুহুর্মুহু সামুদ্রিক গর্জন , বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে সমুদ্রের জল – কোথাও আবার জলের ধাক্কায় নিশ্চিহ্ন হওয়ার পথে গোটা মাটির বাঁধ ! তাই তো ? এই ছবি মৌসুনি দ্বীপের। ভরা বর্ষায় নিম্নচাপ , মৌসুমি অক্ষরেখার সাথে অমাবস্যার কোটাল – ত্রিফলা প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা। ভিটেমাটি হারানোর আশঙ্কা , আশ্রয়হীনতার আতঙ্কের ছাপ স্পট দ্বীপাঞ্চলের দ্বীপবাসীর চোখে-মুখে। শান্ত সমুদ্রের ভয়াবহ তাণ্ডব দেখলে আতঙ্কে কেঁপে উঠবেন যে কেউ। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভয়ঙ্কর অস্তিত্বহীনতার মুখে ভাঙন কবলিত টুরিস্ট স্পট নামখানার মৌসুনি দ্বীপ।
মৌসুনি দ্বীপের বালিয়াড়া ও সল্টঘেরি – সুন্দরবনের প্রান্তিক অঞ্চল। বালিয়াড়া ও সল্টঘেরি এলাকা প্রবল ভাঙন শুরু হয়েছে। অমাবস্যার কোটালের জেরে উত্তাল বঙ্গোপসাগর। কোটালের জেরে বাঁধে আছড়ে পড়ছে দানবাকৃতি ঢেউ। এই মুহূর্তে মৌসুনির বালিয়াড়াতে সমুদ্রবাঁধ তীরবর্তী এলাকার দুর্বিষহ অবস্থা। সমুদ্র বাঁধের দুরবস্থা সঙ্গে ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র। বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনির বালিয়াড়াতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বেহাল বাঁধের অবস্থা।
চিনাই নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মৌসুনি দ্বীপে রয়েছে প্রচুর হোম স্টে , যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সমুদ্রের তাণ্ডবে ইতিমধ্যেই জলে তলিয়ে গিয়েছে বেশ কিছু হোম স্টে। বাকি হোম স্টে গুলিও ক্ষতির মুখে। ক্ষতির মুখে মৌসুনির পর্যটন। গত কোটালে এই এলাকায় বঙ্গোপসাগরের জল বাঁধ উপচে লোকালয়ে ঢুকে এলাকা জলমগ্ন হয়েছিল। এই মুহূর্তে মৌসুনির বালিয়াড়াতে সমুদ্রবাঁধ তীরবর্তী এলাকার দুর্বিষহ অবস্থা। একদিকে সমুদ্র বাঁধের দুরাবস্থা, অন্যদিকে ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র। আবারো নতুন করে বাঁধ ভাঙনের আতঙ্ক তৈরি হয়েছে এলাকা জুড়ে।