Bangla24x7 Desk : সংক্ষিপ্ত ভাষণের কথা বললেও ডায়মন্ড হারবারের সভায় তির্যক ভাষায় কটাক্ষে ভরিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ”এখানকার সাংসদ সর্বভূক। কয়লা, বালি, মদের বোতল, স্কুল ইউনিফর্মের টাকা, চাকরি – সব খান। কেউ খেয়ে পালাতে পারবে না। মোদিজি বলেছেন, না খাউঙ্গা, না খানে দুঙ্গা।”
শুভেন্দুর কথায়, ”ভাইপোর বাহিনী ভেবেছিল, এভাবে রাস্তা আটকাবে। আমি সভা করতে পারব না। সভাটা বানচাল করার পরিকল্পনা ছিল। কিন্তু ভাইপো, সভাটা হল তো ? লোক কমিয়ে দিয়েছো, কিন্তু সভাটা তো হলই। আমি স্টার্টিংয়ে নয়, ফিনিশিংয়ে বিশ্বাসী। এবার ফিনিশিংয়ের দায়িত্বটা নিলাম। মমতাকে ওখানে হারিয়েছি, এবার তাড়াব।”
বিজেপির অভিযোগ, শুভেন্দুর সভা বানচাল করতে তৃণমূল কর্মীরা এমন অশান্তি বাঁধিয়েছে। এমন পরিস্থিতিতে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েই লাইটহাউসের মাঠে সভা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন বিধায়ক অসীম সরকার, অগ্নিমিত্রা পল, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষরা। মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই তিনি জানান, অশান্তি নিয়ে সোমবার আদালতের দ্বারস্থ হবেন। সেই মামলায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নামও তিনি জানান।