Bangla24x7 Desk : ছোট ছেলের জন্য দুবাইয়ের অভিজাত এলাকায় ভিলা কিনলেন মুকেশ অম্বানী। দুবাইয়ের পাম জুমেইরা এলাকায় সমুদ্রের ধারে এই বিলাসবহুল ভিলা এ বছরের শুরুতে কেনা হয়েছে বলে জানা গিয়েছে। ছোট ছেলে অনন্ত অম্বানীর জন্য কেনা হয়েছে এটি। যদিও এই ভিলা কেনা নিয়ে রহস্য কম নয়। কারণ রিলায়েন্স ইন্ড্রাজটিজ লিমিটেড বা মুকেশ অম্বানী কেউই এই ভিলা কেনা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

জানা গিয়েছে , এই ভিলা দুবাইয়ের সবথেকে দামি ভিলা। তাল গাছের মতো আকারের সমুদ্রের মধ্যে কৃত্রিম দ্বীপের উপর রয়েছে এই ভিলা। সমুদ্রের ধারের এই ভিলাতে ১০টি বেডরুম রয়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও রয়েছে একটি ব্যক্তিগত স্পা, ইনডোর এবং আউটডোর পুল। জানা গিয়েছে, এই ভিলা কেনা হয়েছে ৮০ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪০ কোটি টাকা। পাম জুমেইরাতে অম্বানীর প্রতিবেশী ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম। বলিউড মেগাস্টার শাহরুখ খানেরও সেখানে ভিলা রয়েছে বলে জানা গিয়েছে।

অম্বানীদের দীর্ঘদিনের সহযোগী পরিমল নাথওয়ানি, যিনি রিলায়েন্সের কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর, তিনিই এই ভিলার দেখভাল করবেন বলে জানা গিয়েছে। বিশ্বের একাদশ তম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৩.৩ বিলিয়ন ডলার। দুই ছেলে এবং এক মেয়ের মধ্যে এই সম্পত্তি ভাগ বাঁটোয়ারা করা শুরু করে দিয়েছেন মুকেশ। পাশাপাশি বিদেশের মাটিতেও প্রচুর সম্পত্তি রয়েছে মুকেশের। গত বছর লন্ডনে ৭৯ মিলিয়ন ডলার খরচ করে একটি বিশালাকার ম্যানসন কিনেছিলেন। বড় ছেলে আকাশের জন্যই তা কেনা হয়েছিল বলে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *