Bangla24x7 Desk : স্বাধীনতা দিবসে ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। সোমবার সকালে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তিন মিনিটে আটটি ফোন আসে। আম্বানি এবং তাঁর পরিবারের লোকজনকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় মুম্বইয়ের ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বই পুলিশ সূত্রে খবর , এদিন সকালে তিন মিনিটে কমপক্ষে আটবার রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ফোন আসে। ফোনে মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। নম্বরটি অজানা ছিল সকলের। তড়িঘড়ি মুম্বইয়ের ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে।

গত বছর আম্বানির মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলার সামনে থেকে একটি স্করপিও গাড়ি থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকি চিঠিও পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হুমকি ফোনে আতঙ্কিত আম্বানি পরিবার। নিরাপত্তাহীনতাতেও ভুগছেন তাঁরা। যদিও পুলিশ হুমকি ফোনের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *