Bangla24x7 Desk : আগামী ১২জুলাই বিয়ে। ইতিমধ্যেই প্রাক-বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ছিল সঙ্গীতানুষ্ঠান। দারুণ সময় যাচ্ছে অম্বানী পরিবারের। পরিবারে খুশির সময়। রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছে ছোট ছেলে অনন্ত অম্বানী। যখন স্টেজে পা দোলাচ্ছিলেন মুকেশ অম্বানী, সেই সময়ই এল আরও সুখবর। এক ধাক্কায় বেড়ে গেল মুকেশ অম্বানীর সম্পত্তি। ব্লুমবার্গ বিলিয়েনিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, মুকেশ অম্বানীর ২১ হাজার কোটি টাকা বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই সঙ্গীত অনুষ্ঠানের একাধিক ভিডিও সামনে এসেছে।
একদিকে যেখানে বিভিন্ন সেলেবদের নাচতে দেখা গিয়েছে, অন্যদিকে বাদ পড়েননি অম্বানী পরিবারও। সঙ্গীতে “দিওয়াঙ্গি দিওয়াঙ্গি” গানে নাচতে দেখা গিয়েছে অম্বানী পরিবারকে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, চলতি বছরে মুকেশ অম্বানীর সম্পত্তি ২৩০০ কোটি ডলার বৃদ্ধি হয়েছে। মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বৃদ্ধি হওয়ার কারণেই মুকেশ অম্বানীর সম্পত্তি বেড়েছে। একদিনে মুকেশ অম্বানীর সম্পত্তি ২১ হাজার কোটি টাকা বৃদ্ধি পাওয়ায়, তার মোট সম্পত্তি বেড়ে ১২০ বিলিয়ন ডলার ছুঁয়েছে।