Bangla24x7 Desk : নারকো টেস্ট করা যাবে না – সম্মতি দিল না সঞ্জয় রায় ! সিবিআইয়ের আবেদন খারিজ আদালতে। ১২ সেপ্টেম্বর সিবিআই এই আবেদন জানিয়েছিল। ভিনরাজ্যে নিয়ে গিয়ে টেস্ট করানোর আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সেই অনুযায়ী আজ, শুক্রবার শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। সেখানেই ‘কনসেন্ট’ নেওয়া হয় তাঁর। সিবিআই-এর বিশেষ আদালতে আবেদন জানানো হয়েছিল, যাতে খুন ও ধর্ষণে অভিযুক্তের নারকো টেস্ট করা হয়। পলিগ্রাফ টেস্টের পরও সন্দেহ দূর হয়নি তদন্তকারীদের। তাই নারকো টেস্টের আবেদন করা হয়েছিল। কিন্তু সেই টেস্টে আপত্তি জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।
২০১০ সালের কর্নাটক আদালতের এই রায় উদ্ধৃত করেন বিচারক। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে কারও অনুমতি ছাড়া নারকো টেস্ট করা অসাংবিধানিক, এতে ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন হতে পারে। যেহেতু অভিযুক্তের এ ক্ষেত্রে সম্মতি নেই, তাই তাঁর সম্মতি ছাড়া পরীক্ষা করা অসাংবিধানিক। তাই সিবিআই-এর আবেদন খারিজ করা হয়েছে। ‘কনসেন্ট’ লেখা মুখবন্ধ খাম বিচারকের হাতে যায়। বিচারক শুনানির সময় খাম খোলেন। বাংলায় লেখা ছিল ‘কনসেন্ট’। সিবিআই ও অভিযুক্তের আইনজীবীকে কনসেন্ট দেখানো হয়। বিচারক বলেন, ‘অভিযুক্ত এই টেস্ট করাতে আপত্তি জানিয়েছেন। তাই এই টেস্ট করানো যাবে না।’
নারকো টেস্ট করা যাবে না – সম্মতি দিল না সঞ্জয় ! সিবিআইয়ের আবেদন খারিজ আদালতে। ১২ সেপ্টেম্বর সিবিআই এই আবেদন জানিয়েছিল। ভিনরাজ্যে নিয়ে গিয়ে টেস্ট করানোর আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তাই নারকো টেস্টের আবেদন করা হয়েছিল। কিন্তু সেই টেস্টে আপত্তি জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। ২০১০ সালের কর্নাটক আদালতের এই রায় উদ্ধৃত করেন বিচারক। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে কারও অনুমতি ছাড়া নারকো টেস্ট করা অসাংবিধানিক, এতে ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন হতে পারে। যেহেতু অভিযুক্তের এ ক্ষেত্রে সম্মতি নেই, তাই তাঁর সম্মতি ছাড়া পরীক্ষা করা অসাংবিধানিক। তাই সিবিআই-এর আবেদন খারিজ করা হয়েছে। ‘কনসেন্ট’ লেখা মুখবন্ধ খাম বিচারকের হাতে যায়। বিচারক শুনানির সময় খাম খোলেন। বাংলায় লেখা ছিল ‘কনসেন্ট’। সিবিআই ও অভিযুক্তের আইনজীবীকে কনসেন্ট দেখানো হয়। বিচারক বলেন, ‘অভিযুক্ত এই টেস্ট করাতে আপত্তি জানিয়েছেন। তাই এই টেস্ট করানো যাবে না।’