New Chatbot : লঞ্চ হল নতুন চ্যাটবট , সাইবার অপরাধীদের ফাঁদে ফেলতে AI প্রযুক্তিতে ভরসা পুলিশের

Bangla24x7 Desk : New Chatbot : সাইবার অপরাধীরা খুব সহজেই মানুষকে ঠকাতে পারছে। অথচ তাদের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপও নেওয়া হচ্ছে না। ফলে অপরাধ দিনের পর দিন আরও বাড়ছে। তাই মানুষকে নিরাপদ রাখতে এআই-চালিত চ্যাটবট চালু করল সুরাট পুলিশ। সুরাট পুলিশ এটি চালু করেছে এবং এর নাম সুরাট সাইবার মিত্র।

কিন্তু হঠাৎ এমন সিন্ধান্ত কেন নিল সুরাট পুলিশ ? সাইবার ক্রাইম এসিপি বলেন, “সাইবার সেফ সিটি তৈরির উদ্দেশ্যে একে বানানো হয়েছে। যাতে শহরে একটাও সাইবার জালিয়াতির ঘটনা আর না ঘটে।” সারা ভারত থেকে যে কোনও ব্যক্তি এই চ্যাটবটের সঙ্গে সংযোগ করতে পারবেন। আপনাকে শুধু তার জন্য 93285-23417 নম্বরে WhatsApp-এ Hi পাঠাতে হবে।

সুরাট সাইবার মিত্র চালু করার উদ্দেশ্য হল মানুষকে নিরাপদ রাখা। এটি সাইবার জালিয়াতি থেকে মানুষকে রক্ষা করবে। আর কীভাবে আপনি যে কোনও সাইবার জালিয়াতি এড়িয়ে যেতে পারবেন, তারও নির্দেশিকা দেয় এই চ্যাটবট। কোনও রকম সন্দেহজনক কার্যকলাপ বুঝতে পারলেই এটি সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করে।

New Chatbot : লঞ্চ হল নতুন চ্যাটবট , সাইবার অপরাধীদের ফাঁদে ফেলতে AI প্রযুক্তিতে ভরসা পুলিশের

Alimuddin : লোকসভায় তরুণদের পাশাপাশি লড়বেন প্রবীণরাও -মেলবন্ধন রেখেই এগোতে চায় আলিমুদ্দিন

Sandeshkhalis : অভিষেকের নির্দেশ – ‘সন্ত্রাসে’র আবহে ৬ বছরের জন্য সাসপেন্ড সন্দেশখালির উত্তম সর্দার

On NDA : ‘‘তৃতীয় কার্যকালে বড় ফয়সালা হবে’’ – লোকসভায় NDA কে নিয়ে বড়সড় চমক মোদীর

অনান্য খবর : – Indias Precious Coffee : বাঁদরের থুতু থেকে তৈরি ভারতের বহুমূল্য কফি ! কোথায় মিলবে সুস্বাদু ‘মাঙ্কি স্পিট কফি ?

সম্প্রতি এই এলাকার জঙ্গলের বাঁদরেরা বাগানে চাষ হওয়া ভাল প্রজাতির কফির বীজ তুলে সে গুলি চিবিয়ে আবার মাটিতে ফেলে দেয়। বাগানের কর্মীরা সেই বাঁদরের চেবানো বীজ তুলে ভাল করে ধুয়ে, প্রক্রিয়া করে কফি বানায়। তারপর এই কফি গরম জলে মেশালে স্বাদ একেবারে অন্যরকম। বাঁদরের চেবানো কফি বীজ প্রক্রিয়া করে এটা তৈরি হচ্ছে বলে এর নাম মাঙ্কি স্পিট কফি।

১ কেজি ‘মাঙ্কি স্পিট কফির’ দাম প্রায় ২০০০ টাকা। কফি খেতে ভালবাসে না, এমন লোকের সংখ্যা খুব কম আছে। কাজের চাপ কমানো থেকে ঘুম কাটাতে এবং মানসিক ক্লান্তি ঘোচাতে কফির জুরি নেই। অনেকে আবার বিভিন্ন ধরনের কফির স্বাদ নিতে বিভিন্ন ক্যাফেতে যান। এটাই অনেকের শখ। এবার জনপ্রিয় কফি ব্র্যান্ড নেশক্যাফে, ব্রু-র পাশাপাশি Continue Reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *