Bangla24x7 Desk : রাজ্যে পৌঁছলেন বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস , আগামীকাল শপথগ্রহণ। মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। রাজ্য মন্ত্রিসভার তরফে বিমানবন্দরেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী- শশী পাঁজা ও ফিরহাদ হাকিম। ছিলেন ডিজিপি মনোজ মালব্য, কলকাতার নগরপাল বিনীত গোয়েল ও মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

রাজ্যপালের হাতে ফুলের স্তবক তুলে দেওয়া হয়। সম্মান জানিয়ে গার্ড অফ অনারও দেওয়া হয় তাঁকে। এরপর রাজভবনের উদ্দেশে রওনা দেন নয়া রাজ্যপাল। সূত্রের খবর, সেখানেই মন্ত্রিসভার সদস্যদের আলাপচারিতা পর শপথগ্রহণ সময় নির্ধারিত হতে পারে। সূত্রের খবর, বুধবারই বাংলার নতুন এবং স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আনন্দ। তাঁকে শপথবাক্য পাঠ করানোর কথা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। এবার নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কেমন হয় সেটাই দেখার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *