Bangla24x7 Desk : ৯০ মিনিটে যে কোনওরকম অঘটন যে সম্ভব, সেটাই প্রমাণ করে দিল সৌদি আরব। লাতিন আমেরিকার বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে রেনার্ডের ছেলেরা গোটা দুনিয়াকে যেন বার্তা দিলেন, বিশ্ব মঞ্চে কোনও দলকেই খাটো করে দেখলে চলে না।
৯০ মিনিটে যে কোনওরকম অঘটন যে সম্ভব, সেটাই প্রমাণ করে দিল সৌদি আরব। লাতিন আমেরিকার বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে রেনার্ডের ছেলেরা গোটা দুনিয়াকে যেন বার্তা দিলেন, বিশ্ব মঞ্চে কোনও দলকেই খাটো করে দেখলে চলে না। আর্জেন্টিনা এদিন অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মেসির পেনাল্টির সৌজন্যে। সেই পেনাল্টিও বিতর্কের ঊর্ধ্বে নয়। ম্যাচের ১০ মিনিটে মেসির কর্নার কিকের সময় বক্সে বিতর্কিত ফাউল করেন আরবের ফুটবলার। যা নজরে পড়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির। VAR-এর সিদ্ধান্তেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি স্পট থেকে অবশ্য নিখুঁত ভঙ্গিমায় গোল করতে ভুল করেননি এলএম টেন।
পরপর দু’বার গোল করার পর লউতারো মার্টিনেজ জানতে পারলেন দু’বারই তিনি অফসাইড ছিলেন। প্রথমে তিরিশ মিনিটে এবং দ্বিতীয়বার ম্যাচের ৩৫ মিনিটে। দু’টি গোলেই ছিল লাতিন আমেরিকার ফুটবলের শৈল্পিক ছোঁয়া। কিন্তু ভিএআরের দৌলতে বাতিল হল দু’গোলই।