Bangla24x7 Desk : বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি সাংসদ, বিধায়ক এবং কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযথাই মনে করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মমতা আসলে শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মনে করছেন তিনি। একই সুর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলাতে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নয়, স্রেফ আবেগের বশে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন।
মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আবার ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন বিজেপি কর্মীরা। হাওড়া স্টেশনে বঙ্গে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস উদ্বোধনের মঞ্চে এমন ঘটনা। বিজেপি কর্মীদের আচরণের প্রতিবাদ জানান দলেরই সাংসদ সুভাষ সরকার। তিনি সকলকে শান্ত হওয়ার জন্য ঘোষণা করেন। রেলমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন। তাঁকে এড়াতেই বঙ্গের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল মঞ্চে ওঠেননি মমতা, দাবি রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তার পালটা জবাব দিল তৃণমূল।
রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দুকে ‘অসভ্য বানরসেনা’ বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, “কোনও ট্রেনের যাত্রা শুরু হলে দুগ্গা দুগ্গা বলা উচিত ছিল। অযথা রামনাম করবেন কেন? স্থান-কাল-পাত্রের জ্ঞান না থাকায় বিজেপি এই কাজ করেছে।” ঘটনার জেরে বিরক্ত মুখ্যমন্ত্রী মঞ্চেই উঠলেন না। মূলত ২৩ নম্বর প্লাটফর্মের দিক থেকে স্লোগান আসতে থাকে। পরে আর মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশে একটি চেয়ারে বসে রইলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কিন্তু তার পরেও তিনি মূল মঞ্চে আর ওঠেননি।