Of Food : শুধুই মদ্যপান নয় , এই ৫ রকমের খাবারে বাড়ে ফ্যাটি লিভারে মৃত্যুর আশঙ্কা !

Bangla24x7 Desk : Of Food : ফ্যাটি লিভার অসুখটি নিজের থাবা বড় করছে। আগে এই অসুখ তেমন একটা দেখা না গেলেও এখন ঘরে ঘরে এই রোগী। মুশকিল হল, এখনও বহু মানুষ এই রোগটিকে অগ্রাহ্য করেন। এমনকী ফ্যাটি লিভারের লক্ষণ জানেন না। লিভারের ভয়ংকর রোগ সিরোসিস। আসলে মদ্যপানের কারণে এই অসুখটি হয়। অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে একটি রোগ রয়েছে। দিনে এক পেগ বা মাসে এক পেগও পান করা যাবে না। এই রোগটি কিন্তু জটিলতা তৈরি করে।

দেখা গিয়েছে যে মদ্যপান করলে সরাসরি লিভারের উপর পড়ে প্রভাব। রেডমিট খুবই খারাপ একটি খাদ্য। নানা ক্ষতিকর উপাদান এতে রয়েছে। দেখা গিয়েছে রেডমিট খেলে শরীরে কোলেস্টেরল বাড়ে। এমনকী বৃদ্ধি পায় ইউরিক অ্যাসিড। এই মাংসে থাকে স্যাচুরেটেড ফ্যাট। রিফাইন খাবার এখন প্রচুর মানুষ খেয়ে থাকেন। এই তালিকায় ময়দা থেকে শুরু করে চিনি রয়েছে। এমনকী খুব বেশি ক্যালোরি প্রবেশ করে শরীরে। বড় মাছ খাওয়া একবারেই ভালো নয়। সেক্ষেত্রে ২.৩ থেকে ৩ কিলোর উপরের মাছে থাকে বেশি চর্বি। এই মেদ কিন্তু শরীরের জন্য খারাপ। তাই মাছ খাওয়ার হলে ছোট খান। বড় মাছ ফ্যাটি লিভার বাড়াতে পারে।

এবার ফ্যাটি লিভার রোগীরা কিছু খাবার খেলে রোগ জটিল দিকে ঘুরে যায়। আসলে আমাদের লিভারে কিছুটা ফ্যাট সঞ্চিত থাকে। তবে বহর বাড়লেই সমস্যা। সেক্ষেত্রে ফ্যাটি লিভার রোগটি হয়। এবার এই অসুখটি ভিতরে ভিতরে বাড়তে থাকে। একটা সময় গিয়ে নানা জটিলতা তৈরি হয় এই রোগ থেকে। তাই প্রতিটি মানুষকে অসুখটি নিয়ে সতর্ক হতে হবে।

Of Food : শুধুই মদ্যপান নয় , এই ৫ রকমের খাবারে বাড়ে ফ্যাটি লিভারে মৃত্যুর আশঙ্কা !

অনান্য খবর : – Delhi Chief Minister : ৯ বার হাজিরা এড়ানোর মাশুল ? আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল

প্রতিবার তিনি তা এড়িয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে সম্প্রতি কেজরি অনলাইনে হাজিরা দেওয়ার আর্জি জানালে তাতে রাজি হয়নি ইডি। প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আবগারি মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। দিল্লির শিক্ষামন্ত্রী এবং আপ নেত্রী অতিশী মারলেনা X করে জানালেন সেকথা। অতীশি আজ রাতেই সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করা হবে বললেও কেজরীবালের আইনজীবী অভিষেক সিংভি জানিয়েছেন, আজ রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করবেন না কেজরী। সূত্রের খবর, শীর্ষ আদালত তাদের জরুরি শুনানির আবেদন প্রত্যাখ্যান করেছে। তাই কেজরীর আইনি দল আগামীকাল সুপ্রিম Continue Reading