Bangla24x7 Desk : গরুপাচার থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতি , কয়লা পাচার থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ – লোকসভা নির্বাচন তো বটে , রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ বেকায়দায় শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও কিছু ক্ষেত্রে ওই প্রকল্পে দুর্নীতির সঙ্গে বিরোধী বিজেপির যোগাযোগও মিলেছে। তবে আসন্ন নির্বাচনের আগে সরকার পক্ষের বিরুদ্ধে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ পেয়ে রাজ্য সরকারকে চেপে ধরতে এক মুহূর্ত দেরি করছে না বিরোধী শিবির।

বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রতিবাদ সভায় যোগ দেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। আর সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির তারকা নেতা নিজেকেই কার্যত বড় করে তুললেন। বললেন, ”তৃণমূলের কাউকে বলতে হবে না, ভোটে বিজেপি জিতলে আমিই আপনাদের পাকা বাড়ি করে দেব।” তাঁর এহেন প্রতিশ্রুতিতে যথারীতি আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। দলের উপরও আস্থা নয়, একেবারে নিজের ইমেজকেই সর্বেসর্বা করে জনতার কাছে নিজেকে উপস্থাপিত করলেন মহাগুরু।

দুপুরেই এলাকার বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ শুরু করেন তিনি। সঙ্গী সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল। অনেকেই আবাস যোজনা নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান। তা শুনেই মহাগুরু বলেন, ‘‘যদি না মরে যাই, যাঁদের যাঁদের কাঁচা বাড়ি আছে, তাঁদের পাকা বাড়ি আমিই করে দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনাতেই হবে। তার জন্য কাউকে বিজেপি হতে হবে না। আপনি তৃণমূলের হলেও পাবেন, কংগ্রেস হলেও পাবেন। কোনও নেতার ঘনিষ্ঠও হতে হবে না। তৃণমূলের কাউকে বলার দরকার নেই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *