Bangla24x7 Desk : রোহিতদের হেডস্যার হচ্ছেন গম্ভীর ! কেকেআরের মেন্টর দ্রাবিড় ! সদ্য প্রাক্তন কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা। সূত্রের খবর, ভারতীয় দলের কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। সেই জন্য নাইটদের মেন্টর পদ ছাড়তে হবে জিজিকে। কেকেআরের নতুন মেন্টর হতে চলেছেন রাহুল দ্রাবিড়! তাঁকে নাকি ভারতীয় দলের থেকেও বেশি অঙ্কের অফার দেওয়া হয়েছে। এই দাবি ঘিরে ক্রিকেট মহলে তুঙ্গে জল্পনা। দ্রাবিড়কে এই প্রস্তাব দেওয়া হলে তিনি আগ্রহ দেখাতেই পারেন। আইপিএলে তিন মাসের মতো সময় দিতে হবে। ফলে পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন। তবে যতক্ষণ না গৌতম গম্ভীরের বিষয়টি চূড়ান্ত হচ্ছে, কেউই যে মুখ খুলবে না, এ বিষয়ে নিশ্চিত।
ভারতের সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার আগে যুব দলের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান। যুব দলের খুব বেশি সফর থাকত না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁর শহর বেঙ্গালুরুতে। পরিবারকে অনেক অনেক বেশি সময় দিতে পারতেন রাহুল। সে কারণে প্রাথমিক ভাবে ভারতীয় দলের কোচ হতে রাজি হচ্ছিলেন না দ্রাবিড়। তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট তথা সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে ভারত। জয়ের আনন্দের সঙ্গে রয়েছে বিদায়ের সুর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট, অন্যদিকে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন রাহুল দ্রাবিড়। লক্ষ্যপূরণের পর তিনি বলেন, “ আগামী দিনে আমার জীবনে সবকিছু একই রকম চলবে। শুধু একটা পার্থক্য থাকবে। আমি তখন বেকার হয়ে যাব।”
এমনকি রসিকতা করে তিনি বলেন, “কোনও চাকরি আছে নাকি ?” উল্লেখ্য, জাতীয় দলের পরবর্তী কোচ হিসাবে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন গম্ভীর। কেকেআর ভক্তদের বিদায় জানিয়ে মেন্টর পদ ছাড়ার জন্য ইডেনে এসে বিশেষ ভিডিও শুটিং সেরে ফেলেছেন। সেখানে দ্রাবিড়কে নিতেই আগ্রহী নাইট শিবির। প্রসঙ্গত, এর আগে রাজস্থান রয়্যালসের মেন্টর হিসাবে কাজ করেছেন রাহুল। ভারতীয় দলের কোচ হিসেবে সদ্য প্রাক্তন হয়েছেন রাহুল দ্রাবিড়। কেরিয়ারে তাঁর নানা সাফল্য় ছিল। যদিও একটা আইসিসি বিশ্বকাপ ট্রফির আক্ষেপ ছিল রাহুল দ্রাবিড়ের। প্লেয়ার হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। কিন্তু ট্রফি জেতা হয়নি। কোচ হিসেবে ওয়ান ডে, টেস্ট বিশ্বকাপ ফাইনালে হার। অবশেষে তাঁর আক্ষেপ মিটেছে।