Bangla24x7 Desk : ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবারে। দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের লালবাটি রেল গেট এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর , মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার লালবাটি রেল গেটের কাছে বসেছিলেন স্থানীয় লালবাটি এলাকার বাসিন্দা বছর ৬৫ এর বৃদ্ধ মোহন বৈদ্য। দুপুর ২ টা ৫০ মিনিটের আপ শিয়ালদহ ডায়মন্ড হারবার লোকালের সামনে মরণঝাঁপ দেন মোহন বাবু। স্বাভাবিকভাবেই দুরন্ত গতির ট্রেনের সামনে পড়ে কার্যত মর্মান্তিক মৃত্যু হয় মোহন বাবুর। ঘটনার খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশকে।
পরিবার সূত্রে খবর , দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন স্থানীয় লালবাটি এলাকার বাসিন্দা মোহন বৈদ্য। আজ দুপুরে খাওয়া দাওয়া করার পর বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর আর খোঁজ ছিল না তাঁর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠায় ডায়মন্ড হারবার জি আর পি থানার পুলিশ।