Bangla24x7 Desk : তদন্তে নেমে অনুব্রত-সুকন্যার আরও একটি লটারির হদিশ পেল CBI। পঞ্চম লটারিতে ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন সুকন্যা , দাবি তদন্তকারীদের। লটারিকে হাতিয়ার করে কালো টাকা সাদা করার চেষ্টা অনুব্রত-সুকন্যার , উঠছে প্রশ্ন। চলতি বছরের শুরুতে লটারিতে ১ কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। যা ভাবিয়েছিল সিবিআইকে। সেই ঘটনার তদন্তে নেমে পরবর্তীতে আরও ৩ টি লটারির হদিশ পায় সিবিআই।

জানা যায় , ২০১৯ সালে একটি লটারির পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা যায় অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে। ২৫ লক্ষ ও ২৬ লক্ষ টাকা , দু’ দফায় লটারির টিকিট কেনে পুরস্কার জেতেন সুকন্যা। সব মিলিয়ে মোট ৬১ লক্ষ টাকা জমা পড়ে অ্যাকাউন্টে। সিবিআইয়ের দাবি , ২০২০ সালে লটারিতে ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন সুকন্যা। ব্যাঙ্কের তথ্য যাচাইয়ের সময় মিলেছে প্রমাণ।

এতেই জোরালো একটাই প্রশ্ন , বারবার লটারির মোটা অঙ্কের আর্থিক পুরস্কার কীভাবে জিতলেন অনুব্রত-সুকন্যা ?তবে কী সত্যিই গরু পাচারের কালো টাকা সাদা করতে লটারিকে দিনের পর দিন ব্যবহার করেছে কেষ্ট ? কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান , গরু পাচারের টাকা এভাবে ঘুরপথে অনুব্রত-সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে। লটারি সংস্থাকে ভুল বুঝিয়ে ওইপথে কালো টাকা সাদা করার চক্রান্ত করা হয়েছে। সেই কারণেই লটারি জেতার টাকার দিকে নজর সিবিআইয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *