Bangla24x7 Desk : ভারতীয় গুপ্তচর সংস্থা আরএনডি সাবধান করেছিল, পদাতিক বাহিনীর মধ্য থেকে একটা চেষ্টা করা হতে পারে। তবে, সেই কথা কানে নেননি শেখ মুজিব। তার বিরাট মাশুল দিতে হয়েছিল তাঁকে। ১৯৭৫ সালের ১৫ অগস্ট, বাংলাদেশে হত্যা করা হয়েছিল সেই দেশের প্রথম রাষ্ট্রপতি তথা জাতির জনক হিসেবে পরিচিত শেখ মুজিবুর রহমানকে। এক সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা সফল না হলেও, প্রাণ গিয়েছিল বঙ্গবন্ধুর এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যর। স্পষ্ট বোঝা যাচ্ছে, এখন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে জামাতে ইসলামি, ইসলামি ছাত্র শিবির সহ ইসলামপন্থী দলগুলিই। আর এতে মদত রয়েছে বাংলাদেশি সেনার বা বলা ভাল সেনাপ্রধান জেনারেল জামানের।

 তবে আবার এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ২০২৩ এর জুনে নয়া সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়োগ করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও সতর্ক করেছিল ভারত। কিন্তু বাবার মতো হাসিনাও সেই সতর্কবার্তা কানে তোলেননি। ওয়াকার সম্পর্কে কী জানিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা ? তাঁরা বলেছিলেন , ওয়াকারকে সেনাপ্রধান করে বিপদ ডেকে আনছেন হাসিনা। তিনি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মেলাতে পারেন বলে জানানো হয়েছিল হাসিনাকে। বাংলাদেশ সেনায় প্রায় চার দশক ধরে আছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি উচ্চশিক্ষিত। তিনি শেখ হাসিনার আত্মীয়ও বটে। হাসিনার কাকার জামাই তিনি। তাই সম্ভবত তাঁর উপরই ভরসা রেখেছিলেন হাসিনা।

তবে তাঁর এই সিদ্ধান্ত তাঁর সাম্প্রতিক রাজনৈতিক পতনে বড় অবদান রেখেছে বলে মনে করছেন বেশ কিছু বিশ্লেষক। সোমবার সকালে হাসিনার সঙ্গে বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে একপ্রকার হুঁশিয়ারি দেন জেনারেল জামান। কঠোর অবস্থান নেন তিনি। পরিষ্কার জানিয়ে দেন প্রধানমন্ত্রীকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হবে। সূত্রের খবর, হাসিনা দু’দিন সময় চেয়েছিলেন। কিন্তু তাঁকে সেনাপ্রধান সময় দেন মাত্র ৪৫ মিনিট। তার মধ্যেই বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়লে তবেই তাঁর নিরাপত্তার দায়িত্ব নেবে সেনা। না হলে বিক্ষোভরত জনতার হাত থেকে তাঁদের রক্ষার কোনও দায় নেবে না বাংলাদেশি সেনা। এরপরই হাসিনা ও রেহানা ভারতে চলে আসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *