Nirmalas Announcement : অন্তঃসারশূন্য বাজেট - নির্মলার ঘোষণার পর প্রতিক্রিয়া বিরোধীদের

Bangla24x7 Desk : Nirmalas Announcement : অন্তঃসারশূন্য বাজেট – নির্মলার ঘোষণার পর প্রতিক্রিয়া বিরোধীদের।  লোকসভা ভোটের আগের বাজেটে এ ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, বাজেটে বেকারত্ব ঘোচানোর কোনও উপায় বলা নেই। এমনকী, মধ্যবিত্তের জন্যও কোনও ছাড় নেই। পুরো বিষয়টিকে অর্থমন্ত্রীর ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।

খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, “এটা কি চাকরিহীনদের কর্মসংস্থানের বাজেট? নাকি লোকসভা ভোটের বছরে ভুল বুঝিয়ে মানুষের মন জয় করার চেষ্টা ?” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অন্তঃসারশূন্য বাজেট। কথার জাগলারি, ভাষার সস্তা চটক। সাধারণ মানুষের স্বস্তি নেই, প্রাপ্তিও নেই।” তাঁর অভিযোগ, “বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। কথা না রাখা ভাঁওতাবাজির বাজেট। শুধু তিনমাসের ব্যয়বরাদ্দ অনুমোদনের কাজ করতে গিয়ে তার বাইরের অবাস্তব নাটকের চিত্রনাট্য অর্থমন্ত্রীর।”

Nirmalas Announcement : অন্তঃসারশূন্য বাজেট – নির্মলার ঘোষণার পর প্রতিক্রিয়া বিরোধীদের

Budget 2024 Close : ৪০ হাজার রেল বগিকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডের আওতায় – ঘোষণা নির্মলার

Burdwan To Kolkata : আচমকা ব্রেক কষেন গাড়ির চালক – বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে আঘাত মুখ্যমন্ত্রীর

Powerful : করোনার থেকেও সাংঘাতিক , মানুষ মারতে ২০ গুন বেশি ক্ষমতাসম্পন্ন Disease X – জানাচ্ছে WHO

Shubhendu Sukante : শুভেন্দু-সুকান্তে আস্থাহীন ! তৃণমূলের পথে হেঁটে ভোটকুশলী সংস্থার সাথে চুক্তি BJP’র

Central Minister : নিশীথের ২ আত্মীয়ের তৃণমূল যোগ – কেন্দ্রীয় মন্ত্রীর ঘর ভাঙলেন উদয়ন!

অনান্য খবর : – Publication : প্যানেল প্রকাশের পরদিন প্রাথমিক নিয়োগ ২০২২ ঘিরে নতুন মামলা , শুনানি বিচারপতি মান্থার এজলাসে

ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বি এড ডিগ্রিধারী দের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে রায় দেয়। এমতাবস্থায় বি এডের পরিবর্তে ডি এল এড ডিগ্রি দেখাতে আবেদন করেন তাঁরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ তা মানতে না চাওয়ায় হাই কোর্টের দ্বারস্থ মামলাকারীরা। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা। তবে বৃহস্পতিবারের মামলার ফলে ধোঁয়াশায় চাকরিপ্রার্থী দের ভবিষ্যৎ।

গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা। ঐ দিন প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে ৯ হাজার ৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যা মেনে বুধবার প্রাথমিকের ২০২২-এর মেধাতালিকা প্রকাশ করে পর্ষদ। উল্লেখ্য, ২০২২ সালে ১১ হাজার ৭৬৫ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল ইন্টারভিউ Continue Reading