Bangla24x7 Desk : কাশ্মীর সীমান্তে বিএসএফ-এর গুলিতে খতম পাকিস্তানি হানাদার। সীমান্তরক্ষীদের হাতে গ্রেপ্তার হয়েছে আরও এক অনুপ্রবেশকারী। মঙ্গলবার অতন্দ্র সীমান্তরক্ষীদের তৎপরতায় ফের ভেস্তে গেল ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের নাশকতার ছক।
বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে এক সন্দেহভাজন পাকিস্তানি। তাকে বারবার থামতে বলা হলেও সে থামেনি। অত্যন্ত দ্রুত কাঁটাতারের দিকে এগিয়ে এপারে প্রবেশের চেষ্টা করে সে। তখনই গুলি চালান জওয়ানরা। খতম হয় ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী। ঘটনাটি ঘটেছে জম্মুর আরনিয়া সেক্টরে। এদিকে, সাম্বা জেলার রামগড় সেক্টরে আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বিএসএফ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।