Bangla24x7 Desk : শুরু হচ্ছে রাজ‌্য বিধানসভার শীতকালীন অধিবেশন। তার আগে বুধবার ছিল সর্বদল বৈঠক ও বিএ কমিটির বৈঠক। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়। এর আগের অধিবেশনের সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল পার্থকে। এবার অবশ‌্য বিএ কমিটিতে রাখা হয়নি প্রাক্তন পরিষদীয় মন্ত্রীকে। এদিন স্পিকার জানিয়ে দেন,‘‘পার্থবাবু বিএ কমিটিতে আর নেই। উনি জেলে আছেন। যতদিন পর্যন্ত জেল থেকে ছাড়া না পাবেন বিধানসভায় আসার প্রশ্ন নেই।’’

এদিন বিজেপির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না বিধানসভায়। যতদিন না পর্যন্ত পিএসির চেয়ারম‌্যান নিয়ে ফয়সালা না হয়, ততদিন বিজেপি সর্বদল বৈঠক ও বি কমিটির বৈঠক বয়কট করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে বিজেপির অভিযোগ, বিধানসভায় বিরোধীদের আলোচনার বা বলার সুযোগ দেওয়া হয় না। এই দু’টি অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে বিমানবাবু বলেন, মুকুল রায় নিয়ে বড় রায় দিয়ে দিয়েছি। সেটা নিয়ে আর কিছু বলার নেই। আর বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে বেশি গুরুত্ব দেওয়া হয় বিরোধীদের। লোকসভাতে তো বিরোধী দলের কাউকে কোনও কমিটির চেয়ারম‌্যান পদ দেওয়া হয়নি। আমরা এখানে ৯টি কমিটির চেয়ারম‌্যান পদ দিতে চেয়েছিলাম। বিরোধীরা নেয়নি সেটা আলাদা বিষয়।

রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব‌্য নিয়ে বিধানসভার অধিবেশনে হইচই বাঁধানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। আবার বীরবাহা হাঁসদাকে কুরুচিকর মন্তব্যের জন‌্য শুভেন্দুর বিরুদ্ধেও বিধানসভায় পালটা সরব হতে পারে শাসকপক্ষ। এ প্রসঙ্গে স্পিকারের দাবি, ‘‘এসব নিয়ে আলোচনার দাবি কেউ করেনি। করলে পর্যালোচনা করব। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে।’’ এরপরই বিরোধীদের একহাত নিয়ে স্পিকার বলেন, সর্বদল ও বিএ কমিটির বৈঠকের মতো গুরুত্বপূর্ণ বৈঠক হল। বিরোধী দলনেতা এলেন না। এসব আলোচনায় অংশ নিতে বাধা কোথায় আমি বুঝি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *