Bangla24x7 Desk : ফের মুখ খুললেন পার্থ বাবু। খুব সংক্ষিপ্ত কথা। বললেন, “দলের সঙ্গে আছি, দলের সঙ্গে থাকব।” উল্লেখ্য, এর আগে পার্থ চট্টোপাধ্যায় যখন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন, তখন কখনও বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। আবার কখনও বলেছেন, “কেউ ছাড় পাবে না।” যদিও কাদের উদ্দেশে ওই মন্তব্য, তা সেদিন স্পষ্ট করেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে রাজ্যের প্রাক্তব মন্ত্রীর এ হেন মন্তব্যে জোর শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।
এদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে পার্থ বাবু ‘দলের সঙ্গে’ থাকার যে বার্তা দিলেন, তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে পার্থ চট্টোপাধ্যায় জানতে চেয়েছিলেন, বড় কোনও নেতা তাঁর খোঁজখবর নিচ্ছেন কি না। সূত্র মারফত এমনই জানা গিয়েছিল। কিন্তু পার্থ বাবু তখন নেতিবাচক জবাবই পেয়েছিলেন বলে সূত্রের খবর। তাতে তিনি কিছুটা নিরাশও হয়েছিলেন। এমন পরিস্থিতিতে শনিবার এসএসকেএম ছাড়ার সময় পার্থ চট্টোপাধ্য়ায় জানিয়ে গেলেন, দলের উপরেই আস্থা রাখছেন তিনি।