Bangla24x7 Desk : শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের জেল হেফাজত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। পার্থ ছাড়া জেলেই থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা-সহ বাকি ছ’জনকে। আগামী ২৮ নভেম্বর ফের আদালতে তোলা হবে তাঁদের।

জেল হেফাজত শেষের পর সোমবার পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত সাতজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। প্রথম থেকে জামিনের আবেদন করেন ধৃতের আইনজীবীরা। আবেদন খারিজ করার দাবিতে সরব হন সিবিআইয়ের আইনজীবী। যুক্তি হিসাবে বলা হয়, পরীক্ষায় চার নম্বর যিনি পেয়েছেন মেধা তালিকায় দেখানো হয়েছে তিনি ৫৪ পেয়েছেন। টাকার বিনিময়ে দুর্নীতি।

বিচারক প্রশ্ন করেন , তাহলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন ? সিবিআইয়ের আইনজীবী জানান, অযোগ্য সত্ত্বেও যারা চাকরি পেয়েছে এরকম মোট ৬৭৭ জনের তালিকা তৈরি করা হয়েছে। গ্রুপ সি-তে মোট ৩৮৫ জনের মধ্যে ৪৫ জন ভুয়ো চাকরিপ্রার্থী। মূলত ওই প্রার্থীরা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের। ওই ৪৫ জনকে নোটিসও পাঠানো হচ্ছে। ১০ নভেম্বর থেকে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে তাতে বিরক্ত হন পার্থর আইনজীবী। তিনি জানান, যতদিন জেরা করা হবে, ততদিন আমার মক্কেল (পার্থ চট্টোপাধ্যায়) ভিতরে থাকার দরকার রয়েছে? অনন্তকাল ধরে কি জেলে থাকবেন? সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী উষ্মাপ্রকাশ করেন। সিবিআইয়ের লোক কম তো কী করা যাবে ? ৪ মাসে ৪ জনকে জেরা করেছে। তার মানে প্রতি মাসে গড়ে ১ জন করে জেরা করা হয়েছে। তাহলে ৬৭৭ জনকে কতদিনে জেরা করা হবে? তবে সিবিআইয়ের আইনজীবীর তরফে সাফ উত্তর, “প্রতিদিন তদন্ত একটু একটু করে এগোচ্ছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিবিআই বসে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *