Bangla24X7 Desk :  বিশ্ববিদ্যালয়ে পড়াতে NET যথেষ্ট। ডক্টর অফ ফিলোজফি বা PhD-র প্রয়োজন নেই। জানালেন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের চেয়ারপার্সন এম জগদীশ কুমার। হায়দরাবাদে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এবার থেকে নেট পাশ করলেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপকের চাকরি মিলবে।

এদিন হায়দরাবাদে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবনির্মিত UGC-HRDC ভবনের উদ্বোধনে হাজির হয়েছিলেন জগদীশ। সেখানে নিজের বক্তব্যে জানান, এবার থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগে পিএইচডি ডিগ্রিকে আর বাধ্যতামূলক বিবেচনা করা হবে না। ইউজিসি চেয়ারপার্সন আরও জানান, দেশে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন যাঁরা পিএইচডি ডিগ্রি না পাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারছেন না। তাঁদের কথা ভেবেই নয়া সিদ্ধান্ত। উল্লেখ্য, এক দেশ-এক তথ্য সম্বলিত একটি পোর্টাল খুলছে ইউজিসি। আগামীতে ওই পোর্টালে মিলবে কেন্দ্রীয় সংস্থার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরও শিক্ষার পাঠ দেওয়া হবে বলেও জানালেন জগদীশ।

গত বছর অক্টোবর মাসে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগে নয়া নির্দেশিকা জারি করেছিল বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি । নতুন নির্দেশিকায় জানানো হয়েছিল, পিএইচডির মতো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে পারবেন একজন দক্ষ পেশাদার। এই পদের নাম দেওয়া হয় ‘প্রফেসর অফ প্র্যাকটিস’।

ইউজিসি চেয়ারপার্সন আরও জানান, দেশে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন যাঁরা পিএইচডি ডিগ্রি না পাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারছেন না। তাঁদের কথা ভেবেই নয়া সিদ্ধান্ত। উল্লেখ্য, এক দেশ-এক তথ্য সম্বলিত একটি পোর্টালও খুলছে ইউজিসি। আগামীতে ওই পোর্টালে মিলবে কেন্দ্রীয় সংস্থার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরও শিক্ষার পাঠ দেওয়া হবে বলেও জানালেন জগদীশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *