Bangla24x7 Desk : কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে লিওনেল মেসিকে নিয়ে খবরের ঘনঘটা। প্যারিস সাঁ জাঁ আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি বাড়িয়েছে। মেসির পদচিহ্ন রাখার জন্য মারাকানা স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে।

আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাংক হাজার টাকার নোটে মেসির ছবি রাখার আলোচনা করেছে। আর্জেন্টাইন সংবাদপত্র এল ফিনান্সিয়েরোতে একটি প্রতিবেদনে লেখা হয়েছে , ঐতিহাসিক কাপ জয় স্মরণীয় করে রাখার জন্য আলোচনা করেছে মারাদোনার দেশের সেন্ট্রাল ব্যাংক।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা পেনাল্টি শুট আউটে চ্যাম্পিয়ন হয়েছে। যদিও সেই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনও লেখা হয়েছে, মজা করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। তবে যেটা সত্যি ঘটনা, তা হল, ব্যাংক কর্তৃপক্ষ মেসিকে সম্মান জানানোর জন্য আর্জেন্টিনার ১০০০ টাকার পেসোয় মেসির ছবি রাখার কথা ভাবনাচিন্তা করে আলোচনা করেছেন। সেটা করা হয় বিশ্বকাপ ফাইনালের আগেই।

এল ফিনান্সিয়েরোর প্রতিবেদনে লেখা হয়েছে, ”অন্য কিছু চিন্তাভাবনা মাথায় আসার আগে বলে রাখা ভাল, আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাংকের সদস্যরা নেহাতই মজা করে এই প্রস্তাব দিয়েছিলেন। যদিও বোকা জুনিয়র্সের ভক্ত লিসান্দ্রো ক্লেরি এবং ইনডিপেনডিয়েন্টের সমর্থক এডুয়ার্ডো হেকার এই সিদ্ধান্তে এসেছিলেন যে মেসির ছবি সম্বলিত নোট আর্জেন্টাইনদের সম্মিলিত স্পিরিটকে জাগ্রত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *