Bangla24x7 Desk : ডায়মন্ড হারবার পৌরসভার জল প্রকল্পের পাইপলাইনের জলে বিষাক্ত পোকা. বিষাক্ত পোকা উদ্ধারের পর তৎপর প্রশাসন , গ্রেপ্তার ৩ অভিযুক্ত। গ্রেপ্তার ডায়মন্ড হারবার পৌরসভার ২ ইঞ্জিনিয়ার প্রবীর পোল্লে , মৃদুল মন্ডল সহ ঠিকাদার রাহুল সেখকে আদালতে পেশ পুলিশের। রাজ্য সরকার প্রস্তাবিত ‘গঙ্গোত্রী’ জল প্রকল্পের কলের জলে বিষাক্ত পোকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবারে।

পুলিশ সূত্রে খবর , অভিযুক্ত ডায়মন্ড হারবার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ২ ইঞ্জিনিয়ার প্রবীর পোল্লে , মৃদুল মন্ডল ও ঠিকাদার রাহুল সেখকে গ্রেপ্তার করে এদিন ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। আদালতের বিচারক ৩ অভিযুক্তদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পরবর্তীকালে আগামী মঙ্গলবার অভিযুক্তদের আবার আদালতে পেশ করবে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু ? দেখে নিন একনজরে।

269 , 270 ও 277 – পরিবেশ দূষণ পরিবেশের পরিকাঠামো নষ্ট হওয়া , পরিবেশের ভারসাম্যকে হানিকারক করা

328 – বিষ প্রয়োগ করা (জামিন অযোগ্য ধারা এটি)

336 ও 337 – পরিবেশগত কারণে একটা বিশাল সংখ্যক কমিউনিটির আক্রান্ত হওয়ার সম্ভাবনা

সূত্রের খবর , পুরসভার জলের গুনগত মান নিয়ে পুর নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগ। তবে কলের জলে বিষাক্ত পোকা উদ্ধার হওয়ায় ডায়মন্ড হারবার পুরসভার ১১ নং ওয়ার্ডের বাসিন্দা জনৈক বরুণ হালদারের অভিযোগের ভিত্তিতে পুর নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গতকাল ডায়মন্ড হারবার পৌরসভায় হানা দেন এস.ডি.পি.ও মিতুন কুমার দে। ইঞ্জিনিয়ার প্রবীর পোল্লে , মৃদুল মন্ডলকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করার পাশাপাশি বাকি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

প্রসঙ্গত , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয়ে ডায়মন্ড হারবার পৌরসভার অন্তর্ভুক্ত ‘গঙ্গোত্রী’প্রকল্পের মাধ্যমে নাগরিকদের বাড়িতে পরিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। পৌরসভার জল প্রকল্পের কলের জলে বিষাক্ত কেঁচো উদ্ধার হওয়ায় ডায়মন্ড হারবারের অলিতে গলিতে শুরু হয়েছে জল্পনা ? পুর নাগরিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু ডায়মন্ড হারবার পুরসভায় ? পৌর নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *