Bangla24x7 Desk : পরিবর্তন করা হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সূচি অনুযায়ী, চলতি বছর ২৭ ফেব্রুয়ারি, সোমবার হওয়ার কথা ছিল ইতিহাস পরীক্ষা। কিন্তু ওই দিন মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই কারণেই ইতিহাস বিষয়ের পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারি হবে না। পরিবর্তে পরীক্ষা হবে ১ মার্চ। বৃহস্পতিবার নয়া বিজ্ঞপ্তিতে এমনই জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। ওইদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার নির্ধারিত দিন ছিল। বৃহস্পতিবারই পর্ষদের তরফে সংশ্লিষ্ট দিনের পরীক্ষার দিন বদলের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইতিহাস বিষয়ের পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ হবে। দিন বদল হলেও , পরীক্ষার সময় ও স্থান একই থাকবে। মাধ্যমিকের পরীক্ষা সূচির বাদবাকি অংশ অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষা দপ্তরকে জানিয়ে এবং জেলা ও পর্ষদের সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনা করেই দিন পরিবর্তন করা হয়েছে।’’ প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা সাগরদিঘির বিধায় সুব্রত সাহা। তাই সাগরদিঘিতে উপনির্বাচন।