Bangla24x7 Desk : National Commission : পশ্চিমবঙ্গের সংশোধনাগারে অন্তঃসত্ত্বা বন্দিনীরা – তদন্ত শুরু করল জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের অনুসন্ধানকারী দলের সদস্যরা ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও কথা বলেছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ , বোঝা যাচ্ছে বিস্ফোরক তথ্য সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে, তা মোটেই হালকাভাবে দেখছে না জাতীয় মহিলা কমিশন।
রাজ্যের বিভিন্ন সংশোধনাগার ঘুরে তৈরি করা ওই রিপোর্টে দাবি করা হয়েছে, একাধিক মহিলা আবাসিক নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এমনকী ১৯৬ জন সন্তানেরও জন্ম হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এই ভয়ঙ্কর অভিযোগ নিয়ে হইচই পড়ে যেতেই মুখ খুলেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তাঁর অবশ্য বক্তব্য, এই ধরনের কোনও অভিযোগ তাঁর দফতরে আসনি। কোনও নির্দিষ্ট সংশোধনাগারের কথা উল্লেখ করা হলে, সেটিও দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
যে ঘটনার কথা বলা হচ্ছে, সেগুলি সেখানে ঘটেছে কি না, সেটাও দেখা প্রয়োজন বলে মত কারামন্ত্রীর। আলিপুর ছাড়া বাকি সর্বত্র যে মহিলা ও পুরুষ আবাসিকদের আলাদা সেল রয়েছে, সে কথাও মনে করিয়ে দেন মন্ত্রী। সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছেন আইনজীবী তাপস ভঞ্জ। সেই রিপোর্টেই বিস্ফোরক দাবি করেছেন ওই আইনজীবী।
National Commission : পশ্চিমবঙ্গের সংশোধনাগারে অন্তঃসত্ত্বা বন্দিনীরা – তদন্ত শুরু করল জাতীয় মহিলা কমিশন
অনান্য খবর : – Section 144 : ১৪৪ ধারা খারিজ হাই কোর্টের – সন্দেশখালিতে যেতে বাধা নেই শুভেন্দুদের
শুনানি চলাকালীন বিচারপতি জয় সেন গুপ্তের মত , ইন্টারনেট বন্ধ করা হয় সাম্প্রদায়িক হাঙ্গামা বা দেশ বিরোধী প্রচার আটকানোর জন্য। এখানে কী কারণে সেটা করা হয়েছিল সেটা স্পষ্ট নয়। আদালতের পর্যবেক্ষেণ, রাজ্য এমন কোনও নথি রাজ্য দেখাতে পারে নি যার জেরে মানতে হবে গোটা থানা এলাকা ১৪৪ ধারা প্রয়োগের জন্য জরুরি ছিল। ল অভিযুক্ত দের গ্রেপ্তার না করা আবার ১৪৪ জারি করে গ্রামের মানুষকে আটকে দেওয়ার কৌশল বড় বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট বলেই মত বিচারপতি জয় Continue Reading