Bangla24x7 Desk : ফের একবার বিশ্বসেরা রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে তালিকার শীর্ষে নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ৭৫ শতাংশ। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা প্রায় ৭৫ শতাংশ। প্রধানমন্ত্রীর পিছনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সহ বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা।
২৫ শে আগস্ট মার্কিন সংস্থা মর্নিং কনসাল্টের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ় ওবরাডর। তাঁর জনপ্রিয়তা ৬৩ শতাংশ। ৫৪ শতাংশ জনপ্রিয়তা নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ব্রাজ়িলের প্রেসিডেন্ট জ্যঁ বলসোনারোর জনপ্রিয়তা ৪২ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর জনপ্রিয়তা ৪১ শতাংশ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা ৩৯ শতাংশ।
উল্লেখ্য, মার্কিন সমীক্ষক সংস্থা মর্নিং কনসাল্ট নির্দিষ্ট সময় অন্তর বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তার সমীক্ষা করে থাকে। এর আগেও একাধিকবার মর্নিং কনসাল্ট-এর তালিকায় সেরার তালিকায় উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। সম্প্রতি যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারে কাছে আর কোনও রাষ্ট্রনেতা ঘেঁষতে পারেননি। দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন, তাঁর জনপ্রিয়তা মোদীর থেকে ১২ শতাংশ কম।