Bangla24x7 Desk : দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে জাতীয় ঐক্যের ওপরেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। শুক্রবার চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি , আইন-শৃঙ্খলা রক্ষা প্রতিটি রাজ্যের দায়িত্ব, তবে দেশের ঐক্য ও সংহতির কথাও মাথায় রাখতে হবে। শুক্রবার চিন্তন শিবিরে দেশের সব স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন মোদী। সেখানেই এক দেশ , এক ইউনিফর্মের পক্ষে সওয়াল করেন মোদী। তাঁর মতে , দেশের সব রাজ্যে পুলিশের একই পোশাক হওয়া উচিত।

মোদী বলেন, প্রতিটি রাজ্য অন্য রাজ্যের কাছ থেকে শিক্ষা নিতে পারে। দেশের স্বার্থে অন্যের কাজ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। এটাই দেশের নাগরিকদের প্রতি কর্তব্য। এক দেশ, এক ইউনিফর্ম নিয়ে সব রাজ্যগুলির মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি , কোনও অপরাধ শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অপরাধ হতে পারে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক। তাই রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে বোঝাপড়া থাকা জরুরি।

তাঁর মতে, সব রাজ্যের মধ্যে সহযোগিতা না থাকলে এসব সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী , দেশের সুরক্ষা নিয়ে আলোচনা করাই ছিল দুদিনের চিন্তন শিবিরের মূল উদ্দেশ্য। পুলিশ বাহিনীর আধুনিকীকরণ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, বিচারের ক্ষেত্রে আরও বেশি প্রযুক্তির ব্যবহার, সীমান্ত সুরক্ষা, উপকূলীয় নিরাপত্তা, নারী সুরক্ষা, মাদক পাচারের মতো বিষয়গুলি ছিল মূল আলোচ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *