Probashe Ghorkonna : মার্কিন মুলুকে দৈনিক জীবনযাত্রার ভ্লগ - ইউটিউবে ঝড় তুলেছেন 'প্রবাসে ঘরকন্নার' মহুয়া

Bangla24x7 Desk : Probashe Ghorkonna : মার্কিন মুলুকে দৈনিক জীবনযাত্রার ভ্লগ – ইউটিউবে ঝড় তুলেছেন ‘প্রবাসে ঘরকন্নার’ মহুয়া। নমস্কার ! কেমন আছেন সবাই ? ‘প্রবাসে ঘরকন্নার’ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই – কি এই লাইনটা খুব চেনা চেনা লাগছে তাই তো ? যারা সোশ্যাল মিডিয়ায় দিনের সিংহভাগ সময় ব্যয় করেন তাদের কাছে এই লাইনটি খুব একটি অপরিচিত নয়। আজ্ঞে হ্যাঁ ! আপনি যেটা ভাবছেন ঠিক সেটাই। জনপ্রিয় এই লাইনের সূত্রধর ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়। বর্তমানে মার্কিন মুলকের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তিনি। আমি কর্মসূত্র থাকেন ক্যালিফোর্নিয়া – আদতে মেদিনীপুরের মেয়ে হলেও বিয়ে সূত্রে হালিশহর। কোন নির্দিষ্ট বিষয়ের উপরে ভ্লগ নয় – মার্কিন মুলুকে কোথায় তিনি ঘুরছেন ?

সেখানকার জীবনযাত্রা কেমন ? আবার ধরুন সে দেশে বাচ্চাদের পড়াশোনা করার কি নিয়ম কিংবা সেখানকার খাবার-দাবারের কি ব্যবহার ? এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরেন মহুয়া গঙ্গোপাধ্যায়। তার উপর মহুয়ার তৈরি ভিডিওকে ঘিরে দর্শককূলের আগ্রহ তুঙ্গে। বিবাহিতা বাঙালি মহিলা হয়ে ইউটিউবে চুটিয়ে ভ্লগ – মহুয়া গঙ্গোপাধ্যায়ের সাবস্ক্রাইবার প্রায় ১০ লক্ষ ছুঁই ছুঁই। তবে মাসে কত টাকা আয় করেন মহুয়া ? প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কেননা হিসাব অনুযায়ী , একজন ইউটিউবারের মাসিক আয় আনুমানিক ২৫ হাজার টাকা হতে পারে। তবে সমস্তটাই সাবস্ক্রাইবারের উপর নির্ভর করে। এক লক্ষ সাবস্ক্রাইবার হলে রোজগার মাসিক ১৫ হাজার থেকে ত্রিশ হাজার টাকা। আবার ৫ লাখ হলে সংখ্যাটা ৫০০০০ থেকে ১ লাখ। ১০ লক্ষ সাবস্ক্রাইবার হলে তো কোন কথাই নেই। সেক্ষেত্রে মাসিক রোজগার দুই থেকে পাঁচ লক্ষ টাকা।

Probashe Ghorkonna : মার্কিন মুলুকে দৈনিক জীবনযাত্রার ভ্লগ – ইউটিউবে ঝড় তুলেছেন ‘প্রবাসে ঘরকন্নার’ মহুয়া

Read More : Makar Sankranti : সুগার থাকলেও জমিয়ে খান পিঠে-পুলি , পাটিসাপটা ! তবে মানতে হবে ‘এই’ নিয়ম

তাহলে কত টাকা আয় করেন মহুয়া ? রিপোর্ট অনুসারে , নতুন বছরে প্রথম দু সপ্তাহ – মহুয়া পেয়েছেন প্রায় আট হাজার সাবস্ক্রাইবার। স্বাভাবিকভাবে ভিডিওর ভিউস বেড়েছে। গণিতের হিসাব অনুযায়ী , এই ভিডিও থেকে মহুয়া গঙ্গোপাধ্যায়ের রোজগার ৪১১ ডলার থেকে ৯৩০০ ডলার পর্যন্ত। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা প্রায় ৩৫ হাজার ৬২১ টাকা থেকে ৮ লাখ ৬০২৪ টাকা পর্যন্ত। তবে নিশ্চিতভাবে সঠিক অঙ্কটা বলা কঠিন। তবে ইনকামের পরিমাণ যাই হোক না কেন – এটা ভেবে দেখুন একজন বাঙালি মহিলা , সর্বোপরি একজন বিবাহিতা বাঙালি মহিলা মার্কিন মুলুকে দৈনিক জীবনযাত্রার বিভিন্ন মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরছেন। এটা কিন্তু কম পরিশ্রমের কাজ নয় , কেননা সংসারের কাজকর্মের মাঝেই দৈনিক এই ভ্লগ করে থাকেন মহুয়া।