Bangla24x7 Desk : স্কুল শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজে অধ্যাপকদের বদলির জন্য চালু হতে চলেছে অনলাইন পোর্টাল। প্রায় সাড়ে চারশো কলেজের প্রায় ১৩ হাজার অধ্যাপক এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। এখন সরকারের কাছে আবেদন করে বদলির নিয়ম চালু আছে।
যাতে সরকারের সদিচ্ছা সহ কীভাবে কোথায় বদলি হবেন সংশ্লিষ্ট অধ্যাপক তা নির্ভর করে। দু-একদিনের মধ্য বদলির নয়া পদ্ধতি নিয়ে সিদ্ধান্তে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মতুন এই পদ্ধতিতে বাড়িতে বসেই অধ্যাপক বদলির আবেদন করতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন কোথায় কত শূন্যপদ রয়েছে। সেই আসন দেখে কেন্দ্রীয়ভাবে আবেদন করতে পারবেন অনলাইন। এই সংক্রান্ত বিষয় তৈরি হচ্ছে নয়া বিধিও। স্বচ্ছতার স্বার্থেই এই পদ্ধতিতে আবেদন করা যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “রিয়েল টাইমে অধ্যাপক-অধ্যাপিকারা ঘরে বসেই দেখতে পারবেন, গোটা রাজ্যে কোন কলেজে বিষয়ের ভিত্তিতে কোথায় কত পোস্ট ফাঁকা আছে। যোগ্যতামান অনুযায়ী ঘরে বসেই আবেদন করা যাবে। অনলাইন পোর্টালে স্বচ্ছতার সঙ্গে বদলির আবেদন করতে পারবেন। দ্রুত এই নিয়ম চালু হবে।”