Bangla24x7 Desk : চুরি রুখতে LPG গ্যাস সিলিন্ডারে QR কোড , উদ্যোগী কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ওই QR কোডে স্ক্যান করলেই গ্যাস সিলিন্ডারটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। ওই সিলিন্ডার কবে তৈরি হয়েছে, কবে থেকে ব্যবহার করা হচ্ছে, ডিস্ট্রিবিউটর কে, এসবই জানা যাবে ওই কোড স্ক্যান করলেই।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি জানিয়েছেন, কেন্দ্র সরকার স্বচ্ছ্বতার সঙ্গে গ্যাস সিলিন্ডার সরবরাহ করার উদ্দেশে নতুন উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই পাইলট প্রোজেক্ট হিসাবে বেশ কয়েক হাজার সিলিন্ডারে QR কোড লাগানো হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে সব সিলিন্ডারেই নাকি QR কোড বসিয়ে দেওয়া হবে বলে সূত্রের দাবি। যে সিলিন্ডারগুলি বাজারে ইতিমধ্যেই রয়েছে সেগুলিতে QR কোডগুলি সেঁটে দেওয়া হবে। নতুন যে সব সিলিন্ডার তৈরি হবে, সেগুলিতে ঢালাই করে বসানো হবে এই কোড। গৃহস্থালির ব্যবহারের জন্য যে ১৪ কেজি সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলির পাশাপাশি বাণিজ্যিক গ্যাসেও এই কোড বসানো হবে।

কেন্দ্রীয় সরকারের দাবি, এই কিউ আর কোডের মাধ্যমে সিলিন্ডারটি ট্রেস করতে পারবে মন্ত্রক। যার ফলে সহজেই সিলিন্ডার চুরি রোখা যাবে। গ্যাসের কালোবাজারি রুখতেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করছে সরকার। আদৌ কেন্দ্রের এই উদ্যোগে সাধারণ গ্রাহকদের কতটা সুবিধা হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। দেশ যখন পেট্রোপণ্যের দামের জন্য সমস্যায়, তখন দাম কমানোর উদ্যোগ না নিয়ে QR কোড নিয়ে হঠাত উদ্যোগী হওয়াটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *