Bangla24x7 Desk :  আর জি কর কাণ্ডে সরব গোটা দেশ। প্রতিবাদে রাস্তায় মিছিলে নেমেছেন সেলেব থেকে সাধারণ মানুষরা। ঠিক এমন সময়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, নানা ভিডিও, নানা অডিও। যা নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে। আরজি কর কাণ্ডের জের। বড় ক্ষতি হয়ে গেল অরিজিৎ সিংয়ের। নিজেই এক্স হ্যান্ডেলে নিজের ক্ষোভ উগরে দিলেন গায়ক। কয়েক দিন আগে নিজের এক্স হ্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন গায়ক। বোঝা গিয়েছিল আরজি কর কাণ্ডে তিনি ঠিক কতটা বিরক্ত। এবার লিখলেন,”বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?” সেই সঙ্গে গায়ক জানান তাঁর গান বন্ধ হয়ে গিয়েছে এই ঘটনার জেরে।

গত ১৭ আগস্ট হঠাৎই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অরিজিৎ সিংয়ের একটি ভিডিও। গায়ক তাঁর এক্স হ্যান্ডেলে জানান, ৭ দিনের মধ্যে কিছু না হলে রাস্তায় নামবেন তিনি। অ্যাকাউন্টটি অরিজিতের কি না, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। আর এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল একটি অডিও বার্তাও। যেটা কিনা অরিজিতের নাম করে ছড়ানো হচ্ছে। এক্স হ্যান্ডেসে হু আই এম নামে এক অ্যাকাউন্ট থেকে যে অডিওবার্তা ভাইরাল হয়েছে, সেখানে এক পুরুষকণ্ঠে শোনা গেল, ‘আমি এখন কিছু বলছি না, শুধু সেট আপ করছি। কিছু বলার আগে আমাকেও জানতে হবে, আমি কী বলব। কারণ আমরা জানি, শব্দ খুব গুরুত্বপূর্ণ। কর্মটাও ততটাই গুরুত্বপূর্ণ। কারণ শব্দ যদি অর্থহীন হয়, তা হলে কাজের উদ্দেশ্যপূরণ সম্ভব নয়…।’

ওই ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ফেসবুকে আপডেট করলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ। ফেসবুক, টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? (উত্তরে সবাই, সবাই” শুনে) থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট। প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি-রেপ। থ্যাঙ্ক ইউ সো মাচ।’ এই অডিওবার্তার সত্যতা অবশ্য যাচাই করেনি Bangla24x7। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *