Bangla24x7 Desk : চলে গেলেন ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে একথা জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬২। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দেশের স্টক মার্কেটের অঘোষিত রাজা ছিলেন তিনি। সম্প্রতি তাঁর এয়ারলাইন্স আকাশা এয়ারলাইন্স পরিষেবা শুরু করেছে। রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হয় রাকেশকে। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনওই ভুল করতেন না।