Bangla24x7 Desk : Yogi State : শুধুই যোগী রাজ্য নয় , রামলালার রাজ্যাভিষেকের দিন ‘এই’ রাজ্যগুলিতেও নিষিদ্ধ মদ বিক্রয় -মদ্যপান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন। যোগী বলেছিলেন সোমবার মদের দোকান বন্ধ থাকবে। উত্তর প্রদেশের অযোধ্যাতেই হবে রাম মন্দিরের বিশেষ অনুষ্ঠান ৷ শুধু অযোধ্যাতেই নয় , গোটা রাজ্যেই মদের দোকান বন্ধ থাকবে এদিন ৷
প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান লক্ষ লক্ষ হিন্দুদের জন্য একটি পবিত্র মুহূর্তকে চিহ্নিত করে। একটি ড্রাই ডে অনুষ্ঠানের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং নেশাগ্রস্ত ব্যক্তিদের থেকে অনুষ্ঠানে যে কোনও বাধা রোধ করবে। ভগবান রামের মাতৃভূমি হিসাবে বিবেচিত ছত্তীশগঢ়ে ২২ জানুয়ারীকে সম্মান এবং ধর্মীয় উৎসাহের কারণ হিসাবে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, তাঁর রাজ্যে বলা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান একটি উৎসবের মতো সারা দেশে পালন করা হবে। মধ্যপ্রদেশে ঐ দিন মদ ও অন্যান্য নেশার সামগ্রীর দোকানও বন্ধ থাকবে। হরিয়ানায়, রামলালার পুজোর দিন মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই দিনে রাজ্যের যে কোনও জায়গায় মদ খাওয়াও যাবে না ৷
Yogi State : রামলালার রাজ্যাভিষেক : মিলবে না এক ফোঁটাও , ২২ তারিখ যোগী রাজ্যের পাশাপাশি Dry Day ‘এই’ রাজ্যগুলিতে
On Ram Temple : রামলালার আমেজে মজেছে দেশ ! রাম মন্দির নিয়ে ডাকটিকিটের সংকলন প্রকাশ প্রধানমন্ত্রীর
উত্তরাখণ্ড রাজ্যেও ২২ জানুয়ারি পুরোপুরিভাবে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এক সপ্তাহ আগেই আবগারি দফতরের কমিশনার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৷ নয়ডা ও গ্রেটার নয়ডাতেও বন্ধ রাখা হবে মদের দোকান৷ রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পবিত্র উদযাপন উপলক্ষ্যে এই এলাকাগুলিতেও সর্বোতভাবে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যোগী সরকার৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ড্রাই ডে ঘোষণা করেছেন। কয়েক দিনের অপেক্ষা মাত্র। তারপর অযোধ্য়ার রাম মন্দিরের দরজা খুলে যাবে সর্ব সাধারণের জন্য। ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যাবে পুজোপাঠ। ২২ জানুয়ারি ভোর থেকেই বিশেষ পুজো পাঠ শুরু রাম মন্দিরে।