Bangla24x7 Desk : শিশু ও মহিলাদের শরীরে র‌্যাশ-চুলকানি , এলাকায় নতুন আতঙ্ক ! কি হচ্ছে রায়গঞ্জে ? ইতিমধ্যে বহু বাসিন্দা এই পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন। চর্মরোগের শিকার হতে হচ্ছে বলে খবর। বিশেষত শিশু ও মহিলারা পোকার কামড়ে আক্রান্ত হচ্ছে। তবে কোন পোকা এইভাবে কামড়াচ্ছে তা এখনও জানা যায়নি। এলাকাবাসীর দাবি, প্রথমে আক্রান্ত স্থানে র‌্যাশ বের হচ্ছে। সঙ্গে ব্যথা,তারপর চুলকানি ও জ্বালা অনুভব। কারও-কারও ক্ষেত্রে জ্বর। চিকিৎসরা প্রথমে ভাইরাস বা ছত্রাকজনিত কারণ বলে অনুমান করছিলেন। পরবর্তীতে তাঁরাও বলছেন বিষাক্ত পোকার কামড়েই এই ঘটনা।

জানা গিয়েছে, কুলিক নদী লাগোয়া দেবীনগর,বীরনগর,শক্তিনগর,পশ্চিম বীরনগর এলাকার ২২,২৩,২৬,২৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই রায়গঞ্জের সোহারই এলাকার বাসিন্দা এক গৃহবধূর অজানা পোকার কামড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে গৃহবধু প্রত্যেকেই আক্রান্ত। যদিও ঝোপঝাড় বাড়লেও তা নিয়ন্ত্রণে রাখার সাফাইয়ের কাজ চলছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। ২৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটক প্রসেনজিৎ সরকার বলেন, “শুধু আমার ওয়ার্ড নয়। আরও একাধিক ওয়ার্ডে এমন অজানা পোকা কামড়াচ্ছে। এরপর ঘা হয়ে যাচ্ছে। আমরা সকলকেই বলছি মশারি টাঙিয়ে ঘুমোতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *