Bangla24x7 Desk : মাত্র ৫ দিনে বাজার কাঁপাচ্ছে , ৩৮,৮৯৪.৪৪ কোটি টাকা উপার্জন করল রতন টাটার সংস্থা। গত কয়েক বছরে সবথেকে বেশি চর্চায় রয়েছে টাটাদের তথ্য-প্রযুক্তি সংস্থা, টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস। শেয়ার বাজারে যে শীর্ষে থাকা ১০টি সংস্থার মধ্যে সবথেকে বেশি লাভ করেছে টিসিএস-ই। গত শুক্রবার (৫ জুলাই), বাজার বন্ধের সময় টিসিএস-এর বাজার মূল্য ছিল ১৪,৫১,৭৩৯.৫৩ কোটি টাকা।  টাটা গোষ্ঠীর পরিচয় নতুন করে দেওয়াটা বাতুলতা। ভারতের অন্যতম সেরা এই ব্যবসায়িক গোষ্ঠীর শাখা-প্রশাখা ছড়িয়ে রয়েছে অটোমোবাইল, রিটেইলস-সহ বিভিন্ন খাতে।  গত সপ্তাহে শেয়ার বাজারে শীর্ষ ১০টি সবচেয়ে মূল্যবান সংস্থার মধ্যে আটটিরই বাজার মূলধন এক লাফে ১.৮৩ লক্ষ কোটি টাকা বেড়েছে। টিসিএস ছাড়া সবথেকে বেশি লাভ করেছে, নারায়ণ মূর্তির ইনফোসিস। গত সপ্তাহে, বিএসই বেঞ্চমার্ক ৯৬৩.৮৭ পয়েন্ট বা ১.২১ শতাংশ বেড়েছে। ৩৩,৩২০.০৩ কোটি টাকা বেড়ে, ইনফোসিসের বাজার মূল্য দাঁড়িয়েছে ৬,৮৩,৯২২.১৩ কোটি টাকা।

তবে, বাজার মূল্য কমেছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং ভারতী এয়ারটেলের। ২৬,৯৭০.৭৯ কোটি টাকা কমে এইচডিএফসি ব্যাঙ্কের বাজার মূল্য দাঁড়িয়েছে ১২,৫৩,৮৯৪.৬৪ কোটি টাকা। আর ৮,৭৩৫.৪৯ কোটি টাকা কমে ভারতী এয়ারটেলের বাজার মূল্য ৮,১৩,৭৯৪.৮৬ কোটি টাকা হয়েছে। অন্যদিকে, মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূল্য, ৩২,৬১১.৩৬ কোটি টাকা বেড়ে ২১,৫১,৫৬২.৫৬ কোটি টাকা হয়েছে। ফলে, এখনও শেয়ার বাজারে সবচেয়ে মূল্যবান সংস্থার স্থান ধরে রেখেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এরপর রয়েছে টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইনফোসিস, এলআইসি, হিন্দুস্তান ইউনিলিভার, এবং আইটিসি। আইসিআইসিআই ব্যাঙ্কের মূল্য ২৩,৬৭৬.৭৮ কোটি টাকা বেড়ে হয়েছে ৮,৬৭,৮৭৮.৬৬ কোটি টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *