Bangla24x7 Desk : রেশন দুর্নীতি মামলা : আবারো ঋতুপর্ণাকে ED’র তলব – এবার কি করবেন অভিনেত্রী ? ইডি সূত্রে খবর, এদিন তিনি যেহেতু কলকাতায় নেই তাই তিনি আসতে পারছেন না, ফলে এরপর ইডি যেদিন মনে করবে নোটিশ দিয়ে ফের তলব করবে। সেদিন তিনি আসবেন, ইডির কাছে সময়ও চেয়েছেন অভিনেত্রী। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইডি দফতরে বুধবার ডেকে পাঠানো হয়েছিল ঋতুপর্ণাকে। কিন্তু তিনি হাজিরা দেননি। সূ্ত্রের খবর, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি ঋতুপর্ণা। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়ে দেন।
৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি। প্রসঙ্গত, বুধবার রেশন দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল ঋতুপর্ণার। তবে সেই হাজিরা এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, ইমেল মারফত ফের তাঁকে তলবের নোটিস পাঠানো হয়েছে। মূলত, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণার একটি সংস্থার নাম জড়িয়েছে। ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা সরাসরি ঢুকেছে তাঁর সংস্থায়। তদন্তকারীরা এখন এটাই জানতে চাইছেন,কার মাধ্যমে এই টাকা সংস্থায় গিয়েছে। কেন গিয়েছে। এই সব জিজ্ঞাসাবাদের জন্যই মূলত তলব করা হয়েছে তাঁকে।