Bangla24x7 Desk : রাজ্যের কোষাগারে স্বস্তি , ‘জিএসটি ক্ষতিপূরণ’ বাবদ ৮১৪ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক বৃহস্পতিবার রাজ্যগুলিকে জিএসটি বাবদ বকেয়া টাকা রাজ্যগুলিকে দিয়েছে। মূলত, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত জিএসটি বাবদ বকেয়া টাকা দেওয়া হয়েছে। সেই খাতেই ৮১৪ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে বলে নবান্ন জানিয়েছে। এই নিয়ে গত কয়েক দিনে কেন্দ্রের কাছে তৃতীয়বার বকেয়া পেল রাজ্য।

গতকালই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য ৮২০০ কোটি টাকা রাজ্যকে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। গত সপ্তাহেই কেন্দ্র প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প বাবদ ৫৮৪ কোটি টাকা দেওয়া হয়েছে।  বাংলার জন্য টাকা বরাদ্দ করা হলেও ১০০ দিনের প্রাপ্য এখনও অধরাই। তা নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্যের অভিযোগ, একাধিকবার আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি।একুশ-বাইশ অর্থবর্ষে ১০০ দিনের কাজের জন্য ৬৭৫০ কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য। সেই বকেয়া পাওনা আদায়ে মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরেই সচেষ্ট।

সংবিধান দিবস উপলক্ষে শুক্রবার বিধানসভায় বক্তব‌্য রাখেন মুখ‌্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘‘গঙ্গা-পদ্মার ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র। কতদিন ধরে ঘাটাল মাস্টারপ্ল‌্যান পড়ে আছে! অল পলিটিক‌্যাল পার্টির প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে প্রতিনিধি দল যাক। স্পিকারকে এমন প্রস্তাব দিচ্ছি।’’ এই প্রতিনিধিদল দিল্লিতে সব মন্ত্রীদের কাছে বাংলার হয়ে দরবার করবে। প্রধানমন্ত্রীর কাছে যাবে বলেও মুখ‌্যমন্ত্রী জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *