Bangla24x7 Desk : সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ রয়েছে, নির্যাতিতার নাম কোনওভাবেই প্রকাশ্যে আনা যায় না। অথচ কলকাতার নগরপাল বিনীত গোয়েল সংবাদমাধ্যমে নির্যাতিতার নাম উল্লেখ করেছেন বলে অভিযোগ তোলেন মামলাকারী তথা আইনজীবী অমৃতা পাণ্ডে। বুধবার সিপির পদত্যাগের দাবি তুলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানান তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার আর জি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তাই আবেদনকারী আইনজীবীকে কয়েকদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। কিন্তু প্রধান বিচারপতি অনুপস্থিত থাকার কারণে বৃহস্পতিবারের শুনানি স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে বিনীত গোয়েলের বিরুদ্ধে আইনজীবীর মামলা কোন পথে এগোবে, সেটা উচ্চ আদালত ঠিক করবে।
এদিকে বুধবার আর জি কর সংক্রান্ত মূল ৫ টি জনস্বার্থ মামলা সহ এই ইস্যুতে দায়ের হওয়া অন্যান্য মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় আপাতত এই সমস্ত মামলার শুনানি স্থগিত রেখেছে উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শীর্ষ আদালতে যেহেতু এই সংক্রান্ত মামলার শুনানি হবে, তাই এখনই এ বিষয়ে নতুন করে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে মামলার শুনানিতে হাজির নেই রাজ্যের কোনও আইনজীবী। এই ঘটনায় বিরক্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। প্রধান বিচারপতির মন্তব্য, ‘আরজি করের মামলার শুনানিতে সরকারি আইনজীবী আরজি করের প্রাক্তন অধ্যক্ষের হয়ে সওয়াল করতে পারেন। আর এখন কোনও আইনজীবী নেই ?’
কোর্টের প্রধান বিচারপতি এদিন মন্তব্য করেন, ‘আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে পড়লাম। ওনার জন্য প্যানেলভুক্ত আইনজীবী সওয়াল করেন। তাঁকে আমরা পরামর্শ দিই, আপনার মক্কেলকে ছুটিতে পাঠান। রাজ্যের আইনজীবী নোটিস দেওয়ার দায়িত্ব নেবেন।’ আগামী ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শুনবে আদালত। আরজি কর ইস্যুতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠল হাইকোর্টে। অন্যদিকে , বিনীত গোয়েলের পুলিশ পদক ফেরানোর আবেদনে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট দাবি, রাষ্ট্রপতি যে পুলিশ পদক দিয়েছিলেন তা ফেরত নিয়ে নেওয়া হোক।