Rinku Singh : ১৩ কোটি ! বিলাসবহুল বাংলো কিনলেন কেকেআর তারকা

Bangla24x7 Desk : Rinku Singh : ১৩ কোটি ! বিলাসবহুল বাংলো কিনলেন কেকেআর তারকা। দীর্ঘদিন ধরে রিঙ্কু সিংয়ের স্বপ্ন ছিল নিজের টাকায় একটা বাড়ি কেনার। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল নাইট তারকা রিঙ্কু সিং আলিগড়ের ওজোন সিটিতে এক বিলাসবহুল বাংলো কিনেছেন। নিজের নতুন বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করেছেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার তাঁর ইন্সটাগ্রামে সেই সকল ছবি শেয়ার করেছেন। ৩১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছে। এ বার সত্যিকার অর্থেই তিনি কোটিপতি। নাইটরা তাঁকে রিটেন করার পর নেটদুনিয়ায় তাঁর নতুন বাংলোর ঠিকানা ঘোরাফেরা করছে। এখনও পর্যন্ত দেশের হয়ে ২টি এক দিনের ম্যাচ এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের তিনি সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠেছিল। ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ় গিয়েছিলেন তিনি।

কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকা দিয়ে তিন বছরের জন্য ধরে রাখার পরই নতুন বাংলো কিনেছেন উত্তরপ্রদেশের ব্যাটার। রিঙ্কু সিংয়ের বাংলো আলিগড়ের ওজোন সিটিতে। তাঁর বাড়ির ঠিকানা দ্য গোল্ডেন এস্টেটের কোঠি নং ৩৮। সাদামাটা, সব সময় হাসি খুশি মেজাজের রিঙ্কু সিং বাড়ির সকলের কথা বরাবরই ভাবতেন। তাঁর স্বপ্ন ছিল ক্রিকেট দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর একটা বাড়ি বানানোর। রিঙ্কু সিংয়ের বোন নেহা সিংয়ের ইন্সটাগ্রামে ঢুঁ মারলেও নতুন বাংলোর ঝলক দেখা যায়। বেশ যত্নেই নতুন বাড়ি সাজিয়েছেন রিঙ্কু। রিঙ্কু সিংয়ের বিলাসবহুল বাড়ি দেখে তাঁর ভক্তরা খুব খুশি। অনেকেই তাঁর ইন্সটাগ্রাম পোস্টে কমেন্টেও করেছেন সেই মতো। নাইট তারকার স্বপ্নপূরণ হওয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

Rinku Singh : ১৩ কোটি ! বিলাসবহুল বাংলো কিনলেন কেকেআর তারকা

Read More : Abhishek Banerjee West Bengal : উপনির্বাচনের আগেই রাজনীতির ট্র্যাকে ফিরছেন তৃণমূল ‘সেনাপতি’

২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে নজর কেড়েছিলেন রিঙ্কু। তার পর থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে তারকার মর্যাদা পেয়ে আসছেন তিনি। আইপিএলের সাফল্যে ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। কেকেআর কর্ণধান শাহরুখ খানেরও অন্যতম প্রিয় ক্রিকেটার তিনি। সেই রিঙ্কুকেই এ বার সবচেয়ে বেশি ১৩ কোটি টাকা খরচ করে ধরে রেখেছেন কেকেআর কর্তৃপক্ষ। তার পরই আলিগড়ে নতুন বাংলো কিনেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার। পরিবারের সকলের উপস্থিতিতে নতুন বাড়ির চাবি হাতে পেয়েছেন রিঙ্কু। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *