Bangla24x7 Desk : হিন্দু ধর্মের ‘অন্ধকার’ দূরীকরণে মোদীকে ব্যবহার করছে RSS , কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক। কংগ্রেসের দলিত নেতা উদিত রাজের মন্তব্যে ফের বিতর্ক। ওই কংগ্রেস নেতার দাবি , আরএসএস ধর্মান্তকরণ নিয়ে চিন্তিত। সেটা বন্ধ করতে মোদিকে কাজে লাগানো হচ্ছে। এরপর আর তাঁকে প্রধানমন্ত্রী করা হবে না।

উত্তরাখণ্ডে কেদারনাথ দর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেবভূমিতে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মোদির সেই তীর্থক্ষেত্রে ভ্রমণ নিয়েই কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা। উদিত রাজের বক্তব্য,”প্রধানমন্ত্রী এই নিয়ে ছ’বার কেদারনাথ দর্শনে গেলেন। আজকাল ওঁর বেশিরভাগ সময় তীর্থক্ষেত্রে কাটছে। আরএসএস মোদিজিকে হিন্দুধর্মের অন্ধকার দিকগুলি ভুলিয়ে দিতে ব্যবহার করেছে।” কংগ্রেস নেতা বলছেন, ”আসলে আজও প্রয়াগরাজে ধর্মান্তকরণ হচ্ছে। সেটা নিয়ে আরএসএস চিন্তিত। সে কারণে মোদিকে এভাবে কাজে লাগানো হচ্ছে। তাঁকে আর প্রধানমন্ত্রীও করা হবে না।”

উল্লেখ্য, শুক্রবারই বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল বলেছেন, জেহাদের কথা কথা কেবল ইসলামেই নেই। রয়েছে শ্রীমদ্ভগবত গীতা ও খ্রিস্টধর্মেও। তাঁর দাবি, “মহাভারতে গীতার অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদের কথা বলেছেন।” শিবরাজ পাতিলের সেই মন্তব্যেরও তীব্র প্রতিবাদ করেছে বিজেপি।

তাদের দাবি, আসলে হিন্দুত্বের বিরোধিতায় কংগ্রেস আর আপের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা টুইট করে দাবি করেছেন,”শিবরাজ পাতিলের পর আরও একটা নমুনা। কংগ্রেস নেতাদের এই ধরনের মন্তব্য কাকতালীয় নয়। আসলে এটা ভোটব্যাংক বাঁচানোর উদ্যোগ। গুজরাট ভোটের আগে আপ এবং কংগ্রেসের মধ্যে হিন্দুদের বিরোধিতার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *