Bangla24x7 Desk : বাবা মা হতে চলেছেন অভিনব শুক্লা ও রুবিনা দিলায়েক ? বিগত বেশ কিছু দিন ধরেই এই প্রশ্নই এখন ঘুরছে বলিপাড়ার অন্দরে। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন রুবিনা। একই সঙ্গে মুখ খুললেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক চর্চা নিয়েও। দিন কয়েক আগেই স্বামীর সঙ্গে এক অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন রুবিনা। ওই আবাসনে ছিল এক ‘প্রেগন্যান্সি ক্লিনিক’। পাপারাৎজি হাজির ছিল সেখানেও। এর পরেই খবর রটে রুবিনাকে নিয়ে সেই ক্লিনিকেই গিয়েছেন অভিনব। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলে রুবিনা জানালেন, ‘যা রটেছে তা মিথ্যে’।
তাঁর কথায়, “ধারণার এক ভ্রান্তধারণা। এবার থেকে কোনও আবাসনে ঢোকার আগে দেখে নিতে হবে যে তাতে কোনও ক্লিনিক আছে কিনা। যদি কোনও কাজের কথাও বলতে যাই তবেও দেখে নিতে হবে।” এখানেই শেষ নয়, তিনি যোগ করেন, “আমার বেশ মজাই লেগেছে। এ সব রটনায় আমার কিছু যায় আসে না।”
২০১৮ সালের ২১ জুন অভিনব শুক্লাকে বিয়ে করেন রুবিনা। বিয়ের কিছু দিনের মধ্যেই তাঁদের সংসারে অশান্তি দেখা দেয়। রুবিনা জানিয়েছিলেন একই বাড়িতে অপরিচিতের মত থাকতেন তাঁরা। এমনকি আলাদা থাকার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু বিগবসে এসে সব সমীকরণ বদলে যায়। আবারও ভাঙা সম্পর্ক জোড়া লাগে তাঁদের। বিচ্ছেদের সিদ্ধান্ত থেকেও সরে আসেন তাঁরা। এই মুহূর্তে রুবিনা ও অভিনবের সুখের সংসার।