Bangla24x7 Desk : প্রয়াত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতার বালিগঞ্জের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বঙ্গ রাজনীতিতে। প্রবীণ রাজনীতিবিদের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বঙ্গ বিজেপিতে।
সত্যব্রত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ ছিলেন। ১৯৯৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ হন জলুবাবু। সেসময় তৃণমূলের সঙ্গে জোট ছিল বিজেপির। নিজের ‘বন্ধু’কে একাধিক মন্ত্রকের প্রতিমন্ত্রী করেন বাজপেয়ী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পাশাপাশি কেন্দ্র সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও ছিলেন জলুবাবু। ঘটনাচক্রে তাঁর ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আবার এই মুহূর্তে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল।
বাংলায় গেরুয়া রাজনীতিতে পরিচিত নাম সত্যব্রত মুখোপাধ্যায়। বঙ্গ বিজেপির অন্দরে ‘জলুবাবু’ নামেই পরিচিত ছিলেন তিনি। যে সময় বঙ্গ বিজেপির সেভাবে কিছুই ছিল না সেসময় সাংসদ নির্বাচিত হন। দলের দুঃসময়ে রাজ্য সভাপতিও ছিলেন। ২০০৮ সাল পর্যন্ত বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতি পদে ছিলেন তিনি। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি আইনজীবী হিসাবেও খ্যাতি ছিল জলুবাবুর।