Bangla24x7 Desk : Salt lake : বেপরোয়া দুই বাসের রেষারেষি , প্রাণ গেল খুদে স্কুল পড়ুয়ার। আশঙ্কাজনক আরও দু’জন। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ উল্টোডাঙা-সল্টলেকের প্রবেশের দুনম্বর গেটের কাছে ঘটেছে দুর্ঘটনাটি। সল্টলেক বিডি ব্লকের একটি বেসরকারি স্কুলের ছুটির পর দুই ছাত্রকে স্কুটিতে চাপিয়ে কলকাতার বাড়ির পথে ফিরছিলেন এক অভিভাবক। সেই সময় সল্টলেকের দু’নম্বর গেটের কাছে বেসরকারি ২১৫ এ রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেই রেষারেষির জেরে দুর্ঘটনার মুখে পড়েন স্কুটি চালক। দুর্ঘটনার পর দেহ রাস্তায় রেখে বিক্ষোভ জনতার।
স্থানীয় সূত্রে খবর, স্কুল ছুটির পর দুই ভাইকে নিয়ে কেষ্টপুর থেকে স্কুটি চালিয়ে ফিরছিলেন তাঁদের মা। সেই সময় দুটি বাস রেষারেষি করতে গিয়ে ধাক্কা মারে স্কুটিতে। ছিটকে পড়েন তিনজন। তার মধ্যে এক পড়ুয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতের মা ও ভাই। জানা গিয়েছে, মৃত শিশুর নাম আয়ুস পাইক। সে কেষ্টপুরের একটি বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। প্রত্যক্ষদর্শী বলেন, “বাস যখন ধাক্কা মেরেছে সেই সময় তখন কোনও পুলিশ ওদের উদ্ধারে আসেনি। পুলিশের কর্তব্য কী ছিল ? একটা অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা। তা না করে বাসের পিছনে দৌড়চ্ছে।” এই ঘটনার পর ক্ষিপ্ত জনতা রাস্তা অবরোধ করেন। পুলিশি নজরদারির গাফিলতি তুলে সরব হন তাঁরা।
Salt lake : বেপরোয়া দুই বাসের রেষারেষি , প্রাণ গেল খুদে স্কুল পড়ুয়ার
Read More : Mohammed Shami : রণজিতেই কামব্যাক সামির! দেশের জার্সিতে কবে ?
পুলিশ আহতদের উদ্ধার করে উল্টোডাঙায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই এক খুদে পড়ুয়ার অবস্থার অবনতি ঘটে। এর পর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই মৃত্যু ঘটে ওই পড়ুয়ার। নাম আয়ুষ পাইন। বয়স ১১ বছর। চতুর্থ শ্রেণির পড়ুয়া। এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। এই ঘটনার পর ক্ষিপ্ত জনতা রাস্তা অবরোধ করেন। পুলিশি নজরদারির গাফিলতি তুলে সরব হন তাঁরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে এসেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে সিভিক ভলান্টিয়াররা কোনও কাজ করেন না। বসে বসে ফোন দেখেন। সঠিকভাবে গাড়ি চলাচল হচ্ছে কি না তা তাঁরা দেখেন না। সম্প্রতি বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণির ছাত্রর। অভিযোগ উঠছিল পুলিশি নজরদারির। সল্টলেকের ঘটনাও আরও একবার সেই প্রশ্ন উস্কে দিল। ২০২৩ সালের অগস্টে বেহালায় পথ দুর্ঘটনায় প্রাণ যায় দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার। সৌরনীল সরকার নামে ওই ছাত্রকে পিষে দেয় লরি। লরির ধাক্কায় আহত হন তার বাবাও। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।